এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৯ মে : ১৯৮৮ সালের রোড রেজ মামলায় (road rage case) পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিং সিধুকে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট । ঘটনাটি ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বরের পাতিয়ালায় । সেই সময় ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ছিলেন নভজ্যোত সিং সিধু । অন্যদিকে নিহত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী গুরনাম সিং । জানা গেছে,ওইদিন গুরুনাম সিং এবং আরও দু’জন ব্যাঙ্গে টাকা তুলতে যাচ্ছিলেন । সেই সময় রাস্তায় একটি জিপসি দাঁড়িয়ে ছিল । তাঁরা জিপসিটি সরাতে বলেন । এনিয়ে সিধু এবং তার বন্ধু কানওয়ার সিং সান্ধুর সঙ্গে ওই বৃদ্ধের বচসা হয় । অভিযোগ,আর তখনই ওই বৃদ্ধকে সপাটে চড় কষিয়ে দেন সিধু । বৃদ্ধ অচৈতন্য হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সিধু পালিয়ে যায় । পরে গুরুনাম সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
চার বছর আগে সুপ্রিম কোর্ট এই মামলায় ১০০০ টাকা জরিমানায় করে নভজ্যোত সিং সিধুকে খালাস করে দিয়েছিল । পরে নিহত বৃদ্ধের পরিবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছিল । বৃহস্পতিবার ওই পিটিশনের শুনানি নিয়েই শীর্ষ আদালতের সর্বশেষ সিদ্ধান্ত এসেছে । এখন সিধুকে হয় আত্মসমর্পণ করতে হবে নয়তো তাঁকে গ্রেপ্তার করা হবে । যদিও সাজা ঘোষণার পর সাংবাদিকদের সামনে মুখ খোলেননি সিধু । তবে তিনি টুইট করেছেন,’আইনের সিদ্ধান্ত মেনে নেবেন ।’।