এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৫ জুন : ঝড়ের সময় বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় পাশের একটি খড়ের পালুই আর মড়াইয়ে । সেই সময় প্রবল জোরে হাওয়া দেওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন । আগুনের লেলিহান শিখার সামনে কার্যত অসহায়ের হয়ে পড়ে গ্রামবাসী । আগুন এগুতে থাকে বাজারের দিকে । ঠিক সেই সময়ে ঝেঁপে বৃষ্টি নামে । আর প্রকৃতির কৃপায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়ে যায় বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার রসুলপুর বাজার । তবে আগুন নেভার আগেই ভস্মীভূত হয়ে যায় দুটি খড়ের পালুই,একটি মড়াই এবং একটি বাড়ির একাংশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যায় পাত্রসায়ের থানার বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর ঝড়বৃষ্টি শুরু হয় । আর সেই সময় বিদ্যুতের তার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় । রসুলপুরের বাসিন্দা শেখ ইনামুল হোসেন,সেখ আবদুর রহমানরা বলেন, ‘দমকা হাওয়ায় একটা অ্যাসবেস্টস খুলে এসে গ্রামের ভিতরে বিদ্যুতের তারে পরে । ফলে দুটি তারে শর্ট সার্কিট হয়ে আগুল জ্বলতে থাকে । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি খড়ের পালুই ও বড়সড় মড়াইয়ে । তখন প্রবল জোরে হাওয়া দেওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ।’ তাঁরা বলেন, ‘গ্রামবাসীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে । কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয় । খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী আসে । কিন্তু আগুন এতটাই ভয়ঙ্কর আকার ধারন করেছিল যে কারোর কিছু করার ছিল না । একটি ধানের গোলা, দুটি খড়ের পালুই,একটি বাড়ির একাংশ গ্রাস করে আগুনের লেলীহান শিখা এগুতে থাকে রসুলপুর বাজারের দিকে । আর ঠিক সেই সময়েই নামে ঝেঁপে বৃষ্টি । ফলে অল্পের জন্য রক্ষা পেয়ে যায় গোটা বাজার ।’।