এইদিন ওয়েবডেস্ক,লস অ্যাঞ্জেলেস,১৩ মার্চ : দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলির সিনেমা ‘আরআরআর’- এর হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার । এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা মৌলিক গানের সম্মান । ১২ মার্চ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের অস্কারের ৯৫ তম আসর ।অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান উপস্থাপক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলান আমেরিকান ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাকে সঙ্গ দেন একঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য দুই নৃত্যশিল্পীকে দেখে রামচরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল করেছেন অনেকে । পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কারের শিরোপা গ্রহণ করেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী ও চন্দ্রবোস । এর আগে ‘গোল্ডেন গ্লোবস’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ এর মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জয় করেছে ‘নাটু নাটু’ গানটি ।।