এইদিন ওয়েবডেস্ক,নাটোর(বাংলাদেশ),২১ ডিসেম্বর : বাংলাদেশের নাটোরের কাশেমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরের প্রৌঢ় সেবাইতকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে লুটপাটের ঘটনা ঘটেছে । মৃতের নাম তরুনচন্দ্র দাস(৫৮) তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ওই মন্দিরে সেবাইতের কাজ করছিলেন বলে জানা গেছে । সেবাইতকে খুন করে মন্দিরে লুটপাট চালিয়ে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে সব কিছু কেড়ে নিয়ে যায় অজ্ঞাত দুষ্কৃতীরা ৷ পরে খবর পেয়ে আজ শনিবার সকাল প্রায় সাড়ে ১০ টা নাগাদ ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশবাহিনী ।
জানা গেছে,আজ সকাল প্রায় ১০ টা নাগাদ কাশেমপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির লোকজন মন্দিরে গিয়ে দেখেন একটা বন্ধ ঘরের সামনে একটা কাঠের বেঞ্চের পাশে পড়ে রয়েছে সেবাইত তরুনচন্দ্র দাসের রক্তাক্ত নিথর দেহ । মন্দিরে রাখা দেবীর নিত্যসেবার কাজে ব্যবহৃত কাঁসা পিতলের বাসনপত্র উধাও হয়ে গেছে । উধাও হয়ে গেছে মন্দুরের ভোগঘর,মৃতদেহ দাহের কাজে ব্যবহৃত কাঁসা পিতলের সামগ্রীও । পরে তারা জানতে পারে যে শুধু মন্দির নয় আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও হানা দিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে গেছে দুষ্কৃতীদের দল ৷ পরে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে ফোনে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টা নাগাদ পুলিশ আসে । তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান করতে পারেনি পুলিশ ।।