এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৫ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরোধিতা ও ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেও বাস্তবে উলটো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে । জো বাইডেন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে তাঁরা ইউক্রেনের সাহায্যার্থে কোনও যুদ্ধ বিমান পাঠাবে না । ফলে আমেরিকার এই দ্বিচারিতায় হতাশ ইউক্রেন ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো । এই বৈঠকে ভার্চুয়ালি কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি । ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে যে সকল যুদ্ধবিমান ও ট্যাংক আছে তার মাত্র ১ শতাংশ ইউক্রেনকে দেওয়ার জন্য জেলেনস্কি অনুরোধ জানিয়েছিলেন । কিন্তু তাঁর এই অনুরোধে সাড়া দেয়নি আমেরিকা ।
পরে মার্কিন সেনার এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান,ইউক্রেনে যুদ্ধবিমান না পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে তারা এখনো বহাল আছেন । পাশাপাশি যুদ্ধবিমান না পাঠানোর যুক্তি হিসাবে তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান পাঠালে বিষয়টিকে পুতিন ভালোভাবে নেবেন না । অর্থাৎ রুশ প্রেসিডেন্ট পুতিনের ভয়েই তাঁরা ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানো থেকে বিরত থাকছেন ।।