এইদিন ওয়েবডেস্ক,০৩ অক্টোবর : রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বেলগরদ কে-৩২৯ সাবমেরিন(Belgrade K-329 Submarine) নিয়ে গোপন সতর্কবার্তা পাঠিয়েছে ন্যাটো । ন্যাটো দাবি করেছে অন্তত ছয় থেকে দশটি পসিডন টর্পেডো নিয়ে নিজস্ব ঘাঁটি ছেড়েছে সাবমেরিনটি । ন্যাটো জানিয়েছে,একেকটি টর্পেডো তেজষ্ক্রিয় সুনামির মাধ্যমে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো শহর ধ্বংস করে দিতে পারে ।
ইতালির দৈনিক লা রিপাবলিকা সুত্রে খবর,বেলগরদ সাবমেরিন নিজ ঘাঁটি ছেড়ে উত্তর মেরু অঞ্চলে সাগরের তলদেশে অবস্থান করছে । খুব সম্ভবত পসিডন সুপার টর্পেডো পরীক্ষার জন্য সাবমেরিনটিকে সক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে । ন্যাটো সদস্য দেশগুলিকে গোপন সতর্কবার্তায় জানিয়েছে,পসিডন মিসাইল সাগরের তলদেশ দিয়ে ছুটে ১০ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। সৈকতের কাছে গিয়ে এ মিসাইল বিস্ফোরিত হয়। পসিডন মিসাইলের বিস্ফোরণের ফলে উপকূলে সৃষ্ট তেজষ্ক্রিয় সুনামি পৃথিবীর যে কোনো উপকূলীয় শহরকে ধূলিস্যাৎ করে দিতে পারে ।
এদিকে রুশ সাবমেরিন বেলগরদ কে-৩২৯ এর উপর নজরদারির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক সক্রিয় করে রেখেছে । পসিডন মিসাইল ছোঁড়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় যে অস্বাভাবিক রকমের তাপমাত্রা সৃষ্টি হবে তাতে স্যাটেলাইট থেকে তা শনাক্ত করা যাবে। কিন্তু জলের নিচে পসিডন টর্পেডো মিসাইল কোনদিকে যাবে সেটা ধরার ক্ষমতা নেই মার্কিন স্যাটেলাইটের ।।