এইদিন ওয়েবডেস্ক,১৭ নভেম্বর : রাশিয়ার নয়,পোল্যান্ডে পড়েছিল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র- জানালেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ।বুধবার ন্যাটো রাষ্ট্রদূতদের একটি বৈঠকে সভাপতিত্ব করার সময় স্টলটেনবার্গ বলেন, এই ঘটনার তদন্ত চলছে এবং আমাদের এর চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে । তবে পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো তথ্য আমাদের কাছে নেই। এদিকে রুশ ক্ষেপনাস্ত্র না হলেও এজন্য তিনি রাশিয়াকে দোষারোপ করতে ছাড়েননি । তিনি বলেন, হামলাটি ইউক্রেনের হলেও আমি স্পষ্ট করে বলতে চাই, এতে ইউক্রেনের দোষ নেই। ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়াকেই এই হামলার চূড়ান্ত দায় বহন করতে হবে ।
প্রসঙ্গত,মঙ্গলবার ইউক্রেনের সীমান্তের কাছে পোল্যান্ডের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন পোলিশ নাগরিক নিহত হয় । বিস্ফোরণের পরপরই পোল্যান্ড এক বিবৃতি দিয়ে জানায়, অস্ত্রটি রাশিয়ায় তৈরি বলে শনাক্ত করা গেছে এবং এর হামলার উৎস যাচাই করা হচ্ছে । পরে পোল্যান্ড ফের একটি বিবৃতি দিয়ে জানায়, রকেটটি সম্ভবত ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল । এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বিস্ফোরণটিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাবি করে জি ৭ এবং ন্যাটো নেতাদের একটি জরুরি বৈঠক ডাকতে অনুরোধ করেন । যদিও হামলার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার নয় বলে জানিয়েছিলেন । পরে ন্যাটো মহাসচিব বলেন, প্রাথমিক বিশ্লেষণে আমরা জানতে পেরেছি সম্ভবত রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তাতেই পোল্যান্ডের ওই বিস্ফোরণের ঘটনা ঘটে ।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবিগুলো বিশ্লেষণ করে রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে একমত হয়েছেন যে, ধ্বংসাবশেষগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট গাইডেড ক্ষেপণাস্ত্রের অংশ । ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বাংবাদিকদের বলেন, আমরা আরেকটি উন্মত্ত রুশোফোবিক প্রতিক্রিয়া প্রত্যক্ষ করেছি, যা কোনও বাস্তব তথ্যের ভিত্তিতে ছিল না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংযত প্রতিক্রিয়ার প্রশংসা করছি, যা ছিল পোলিশ পক্ষ এবং অন্যান্য কয়েকটি দেশের উন্মত্ত প্রতিক্রিয়ার পুরোপুরি বিপরীত ।।