প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ জুন : সরকার বদলালেও বদলায়নি আইনকে বুড়ো আঙুল দেখানোর কাজে রাজনৈতিক দলের পতাকা ব্যবহারের প্রবনতা । এই ক্ষেত্রে ডান ও বাম সবাই যেন একই পথের পথিক হয়েই থাকতে চান । যেন এটাই রাজ্যের সংস্কৃতি। সড়ক পথে টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যে গাড়িতে শাসক দলের পতাকা ব্যবহারের ঘটনা আকছার হয় থাকে । কিন্তু ধান অথবা তিল শুকানোর জন্যে শাসক দলের পতাকা ব্যবহার করে জাতীয় সড়ক পথের দখল এক কথায় নজিরবিহীন। তবে এটা কোন আজগুবি গল্প কথা নয়।ঘটনা একেবারেই বিশুদ্ধ সত্য। যেটা শনিবার দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বড়াগ্রামে । রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ব্যবহার করে জাতীয় সড়কের দখল নিয়ে সেখানে তিল শুকাতে দেওয়া হয়েছে।আর সব দেখেও নিশ্চুপ এলাকার শাসক দলের নেতৃত্ব।
আউশগ্রামের বড়াগ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়ক। এদিন দেখাযায় বড়াগ্রাম এলাকায় জাতীয় সড়ক পথ জুড়ে চলছে তিলগাছ শুকানোর কাজ। যার ফলে দু’লেনের রাস্তা হয়ে পড়ছে একমুখী। তিল গাছগুলির ওপর দিয়ে কোন যানবাহন যেতে না পারে তার জন্য সড়ক পথের উপরেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তিল গাছ এমনিতেই খুব পিচ্ছিল হয়। এর জন্য ওই জায়গায় জাতীয় সড়কে যেকোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তবুও বেপরোয়া বড়াগ্রামের একাংশ বাসিন্দা।
আউসগ্রামের বড়া গ্রামের বাসিন্দা অরূপ ঘোষ একজন কৃষক । দেখা যায় তিনিও জাতীয় সড়কের উপরই তিলগাছ মেলে শুকাতে দিয়েছেন। সড়ক পথের উপরে তিল গাছ শুকাতে দেওয়া নিয়ে জানতে চাওয়া হলে তিনি চাষ নিয়ে দুঃখের কাহিনী শোনাতে শুরু করেন। তিনি বলেন,’এমনিতেই এবছর তিলের ফলন ভালো হয়নি । নাগাড়ে বৃষ্টিতে তিল ভিজে গেছে। তিলগাছ শুকানোর জায়গা না থাকায় জাতীয় সড়কের উপর তিল শুকাতে দিয়েছেন ।’ তৃণমূলের দলীয় পতাকা ব্যবহারের প্রসঙ্গে তার সাফাই, রাস্তার ধারে পতাকা গুলি পড়ে ছিল। তিল গাছের ওপর দিয়ে যাতে কোনো যানবাহন না চলে যায়, সেই জন্য শাসক দলের ওই পতাকা গুলি তুলে নিয়ে এসে তিনি জাতীয় সড়কের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন । অরুপ ঘোষ দাবী করেন,এদিন সড়ক পথে শুকাতে দেওয়া তাঁর তিল গাছের সামনে শাসক দলের পতাকা দাঁড় করানো থাকায় তিল গাছের উপর দিয়ে একটিও গাড়ি যায়নি ।একেবাবে ম্যাজিকের মতো কাজ হয়েছে ।
এই বিষয়ে বিল্বগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফাল্গুনী গোস্বামীর ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,’ব্যক্তিগত স্বার্থে কোন কোন ব্যক্তি শাসকদল তৃমূলের পতাকা ব্যবহার করছে । এটা খুবই নিন্দনীয়। দল এই ধরনের কাজে অনুমোদন দেয় না। এটা খুবই অন্যায় কাজ। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।এমনটা করতে দেওয়া হবে না ।’
পথচারীরা বলেন, প্রশাসনের নজর দেওয়া উচিত। নাহলে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে জাতীয় সড়কে।
এই বিষয়ে বিজেপি নেতা কল্লোল নন্দন বলেন, এবার হয়তো তৃণমূল কংগ্রেসের পতাকা দেশের জাতীয় পতাকা হিসেবে ব্যবহার করার নিদানও দেওয়া হতে পারে । তৃণমূল নেতাদের উস্কানিতেই এইভাবে জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেসের পতাকা দাঁড় করিয়ে দিয়ে রাস্তা দখল করা হচ্ছে। অথচ প্রশাসনের কোন হেলদোল নেই। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন,’তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে যাঁরা রাস্তা দখল করছে তাঁরা তৃণমূলের কেউ নন ।’ করা এইসব করছে সেই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে অভেদানন্দ থাণ্ডার আশ্বাস দিয়েছেন ।।