এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : ট্রাক্টর ঘোরাতে গিয়ে একটি পন্যবাহী গাড়িতে ঠেকে গিয়েছিল । সেই অপরাধে ওই ট্রাক্টরের চালককে কয়েকজন মিলে বেদম মারধর করে বলে অভিযোগ । মারের চোটে চালকের মাথা ফেটে যায় । এরপর তিনি গ্রামে এসে ঘটনার কথা বলতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা জড়ো হয়ে আউশগ্রামের বৈকুন্ঠপুরে ২ বি জাতীয় সড়ক অবরোধ করে রাখেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী । জানা গেছে, পুলিশ প্রথমে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায় । কিন্তু তার পরেও অবরোধ চলতে থাকায় লাঠিচার্জ করে অবরোধ হঠিয়ে দেয় পুলিশ । এরপর পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অবরোধকারীরা । শেষে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । বুধবার সন্ধায় এই ঘটনা ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
জানা গেছে,প্রহৃত ট্রাক্টরের চালকের নাম বাপি রাউত । বৈকুন্ঠপুর গ্রামে তাঁর বাড়ি । এদিন তিনি ভেদিয়া মুখে ট্রাকটর চালিয়ে যাচ্ছিলেন । বৈকুন্ঠপুর গ্রামের কিছুটা দুরেই রয়েছে গাড়ির ওজন মাপার জন্য কম্পিউটার ওয়েব্রিজ । ওই ওয়েব্রিজের কাছে গিয়ে ট্রাক্টরটি ঘোরানোর চেষ্টা করছিলেন চালক । সেই সময় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে ট্রাক্টরটি ঠেকে যায় । আর তখনই কয়েকজন মিলে বাপি রাউতকে ঘিরে ধরে বেদম পেটায় । তাঁর মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় তিনি গ্রামে এসে ঘটনার কথা বলেন । এরপরেই হামলাকারীদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়ার দাবিতে সড়ক পথ অবরোধ শুরু করে দেয় ক্ষিপ্ত গ্রামবাসীরা । যদিও শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । পুলিশ আক্রান্ত ব্যক্তির কাছে ঘটনার বিবরণ শোনে । লিপিবদ্ধ করার অভিযোগ ।
স্থানীয়রা জানান,ওই ওয়েব্রিজের কাছে হামেশাই বালি ও পাথরবোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় । আর সেখানে একটি চক্র অবৈধভাবে বালির কারবার চলায় বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।।