এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৪ মে : তালিবান অস্ত্রের জোরে দ্বিতীয় বারের জন্য আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসার পর দেশবাসীর উপর ভয়ানক দুর্দৈব নেমে এসেছে । বিশেষ করে আফগান মহিলাদের অবস্থা দিন দিন দুর্বিষহ হয়ে পড়ছে তালিবানি নিষেধাজ্ঞার জেরে । এদিকে দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট । সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে,তালিবানরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আফগানদের মৌলিক মানবাধিকারকে সম্মান করে তবেই তারা যুদ্ধ বন্ধ করবে । কিন্তু তালিবানরা যদি ‘নিপীড়ন’ চালিয়ে যেতে থাকে, তাহলে তারা যুদ্ধ বন্ধ করবে না ।
ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমদ মাসুদ সম্প্রতি একটি টিভি চ্যানেলে এনিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন ৷ তিনি বলেন, ‘মানুষ এই ধরনের শাসন চায় না ৷ যে শাসন মানুষের মৌলিক অধিকার দেয় না সেই শাসন মানুষ চায় না । যে শাসন বল প্রয়োগ ও ভীতির পরিবেশ সৃষ্টি করে,ভালোবাসা ও গনতন্ত্রকে বিশ্বাস করে না সেই শাসন চায় না আফগানিস্তান ।’ তিনি তালিবানদের নির্বাচনে অংশগ্রহণ করার এবং আফগানদের মৌলিক মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজের সকল সদস্যকে সরকারে অন্তর্ভুক্ত করলে তবেই শান্তি, সমঝোতা ও রাষ্ট্র গঠন সম্ভব হবে ।’ সাক্ষাৎকারে আহমদ মাসুদ আফগান মহিলা ও মেয়েদের শিক্ষা ও অন্যান্য অধিকারের কথা উল্লেখ করেন এবং বলেন যে, তালিবানকে অবশ্যই সকল নাগরিকের মানবাধিকারকে সম্মান করতে হবে ।
তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর, প্রথমবারের মতো পাঞ্জশিরে জাতীয় প্রতিরোধ ফ্রন্ট গঠিত হয় । তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় ফ্রন্টের যোদ্ধারা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে হতাহতের খবরও পাওয়া যেতে থাকে ।রবিবার ফ্রন্টের এক মুখপাত্র আলী মাইসাম নাজারি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন,তালিবানের যে বাহিনীটি পাঞ্জশির প্রদেশের হেসারাক জেলার একটি চেকপয়েন্টে হামলা করতে চেয়েছিল তাদের উপর অতর্কিতে হামলা চালায় ফ্রন্টের যোদ্ধারা । তাতে নুন্যতম ২০ জন তালিবানি জঙ্গি খতম হয়েছে । যদিও ফ্রন্টের এই দাবি অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি । তিনি পাঞ্জশির এবং বাঘলানে লড়াইকে একটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ।।