এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : আরজি কর হাসপাতালের ধর্ষণে-খুন হওয়া তরুনী চিকিৎসক ‘অভয়া’র বাবা-মা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন । দলের পতাকা ছাড়াই এদিন সেই অভিযানে সামিল হন শুভেন্দু অধিকারী,অগ্নিমিত্রা পাল,কৌস্তুভ বাগচি, অর্জুন সিং,তরুনজ্যোতি তিওয়ারিহহ বিজেপির বহু নেতাকর্মীরা । গলায় কালো উত্তরীয় এবং হাতে জাতীয় পতাকা নিয়ে তারা অভিযানে সামিল হন । কিন্তু শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করলে অন্তত ১০০ জন আন্দোলকারী আহত হয়েছেন বলে জানান শুভেন্দু । তিনি জানান, অনেকের মাথা ফেটেছে । অভয়ার মা গুরুতর আহত হয়েছেন । তার শাঁখা পলা ভেঙেছে পুলিশ৷ গুরুতর জখম অবস্থায় তিনি এখন একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানিয়েছেন৷ এদিকে লাঠিচার্জের সময় আন্দোলকারীদের হাত থেকে জাতীয় পতাকা রাস্তায় এসে পড়ে এবং সেগুলিকে পুলিশকে পায়ে মাড়িয়ে যেতে দেখা যায় । সেই দৃশ্যের ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি জাতীয় পতাকা অবমাননার জন্য পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন । তিনি পুলিশকে দেখিয়ে বলেন,’মুখগুলোকে চিনে রাখুন । জাতীয় পতাকা মাড়িয়েছে । হাইকোর্টে যাবো । সুপ্রিম কোর্টে যাব । মনোজ বর্মা এবং তার টিমের হিসাব হবে । বদল হবে এবং বদলাও হবে ।’
জাতীয় পতাকার অবমাননার ঘটনায় রাজ্য পুলিশের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে লিখেছেন, ‘ধিক্কার ধিক্কার ধিক্কার! এই হচ্ছে তোষণ আর শোষণ এর প্রশাসন। জাতীয় পতাকা আমাদের প্রতীক। আর কয়েকদিন বাদে আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা কে ছিনিয়ে রাজ্য কে কোণঠাসা ও পদপিষ্ট করেছে এই মমতার পুলিশ।’
আন্দোলনে অংশ নেওয়া বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জাতীয় পতাকার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আজ নবান্ন অভিযানে মমতার চটি চাটা কাপুরুষ দলদাস পুলিশ শুধু অভয়ার বাবা-মায়ের উপর নৃশংস লাঠিচার্জ চালায়নি আমাদের গর্ব, আমাদের প্রাণ, আমাদের জলের থেকেও প্রিয় ভারতের জাতীয় পতাকা-কে পা দিয়ে অপমান করেছে! জাতীয় পতাকা অপমান করা Prevention of Insults to National Honour Act, 1971 এর Section 2 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ,যার শাস্তি ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা, অথবা উভয়ই হতে পারে। যদি অপরাধী পুলিশ সদস্য হয়, তবে ফৌজদারি শাস্তির পাশাপাশি বিভাগীয় শাস্তি সাসপেনশন, পদাবনতি, চাকরিচ্যুতি ও পেনশন বন্ধ প্রযোজ্য, এই সকল দলদাস চটি চাটা পুলিশদের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে। এই অপমান শুধু পতাকার নয়, ১৪০ কোটির ভারতের। আমরা নীরব থাকব না।’।