এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৬ অক্টোবর : ‘আমাদের কাছে নেশন ফার্স্ট,লাল ঝান্ডার পার্টির কাছে পার্টি ফার্স্ট, কাটমানি পার্টির কাছে পিসি এন্ড ভাইপো ফার্স্ট এন্ড লাস্ট’- এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বুধবার তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে একটি সংস্থার উদ্যোগে কালীপূজো উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়েছিলেন । উদ্বোধন শেষে তিনি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,’আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শিখিয়েছেন সেবাই সংগঠন৷ ভোট দাও,ভেঙে দাও,গুঁড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও -এটার মধ্যে সীমাবদ্ধ তিনি রাখেননি । তাই আমাদের কাছে নেশন ফার্স্ট, রাষ্ট্রই প্রথম ৷ আপনি যান লাল ঝান্ডার পার্টির কাছে, বলবে পার্টি ফার্স্ট । আপনি যান কাটমানি পার্টির কাছে, বলবে পিসি এন্ড ভাইপো ফার্স্ট এন্ড লাস্ট । আর আমাদের কাছে দল-ব্যক্তি অনেক দূরে । আমাদের কাছে নেশন ফার্স্ট । আমরা ভারত মাতার সন্তান,আমাদের আরাধ্য দেবী হল ভারত মাতা । ভগিনী নিবেদিতা তাঁর ‘দ্য মাস্টার আই শ’ বইতে লিখে গেছেন,স্বামী বিবেকানন্দের কাছে আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা ।’
ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন,’দুশো বছর ইংরেজরা শাসন করে গেছে । কত সত্যাগ্রহীকে প্রাণ দিতে হয়েছে৷ আমার এলাকা তো মাতঙ্গিনী হাজরা,খুদিরামের দেশ । আমার বাড়ির লোক স্বর্গীয় বিপিন অধিকারী ৮ বছর জেলে ছিলেন। যে ব্রিটিশরা ভারত শাসন করে গেছে তাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছে ভারতীয় বংশভূত । যিনি ইসকনের ভক্ত,শ্রীল প্রভুপাদকে প্রনাম করেন, হরে কৃষ্ণ মন্ত্রে দিক্ষিত , ইসকনে গিয়ে গোমাতার সেবা করেন । যে ভারতে ইংরেজরা শাসন করেছে সেই ইংরেজদের শাসন করবে তেমনই একজন ভারতীয় বংশভূত । এর থেকে বড় দিপাবলীর উপহার হতে পারে না ।’ সেই সঙ্গে তিনি শুনিয়ে দেন,
‘এরাজ্যেও রাষ্টবাদী সরকার হবে । বিদ্যালয়ে গীতা পড়ানো হবে । প্রার্থনা করুন ২০২৩ সালে যেন চোর মুক্ত বাংলা হয় ।’ রাজ্যে অর্থাভাবে এনসিসির একাধিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় যে অভিযোগ উঠছে তা নিয়ে শুভেন্দু বলেন,’দেউলিয়া সরকার হয়ে গেছে । কিছু দিন পর সরকারী কর্মচারীদের বেতন দিতে পারবে না ।’।