এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০১ মার্চ : উত্তর প্রদেশের সাহারানপুরে একটা চাঞ্চল্যকর তিন তালাকের ঘটনা প্রকাশ্যে এসেছে । স্ত্রী কোনো সন্তানের জন্ম দিতে সক্ষম না হলে গর্ভধারণের জন্য তার ছোট বোনকে ফোন করে ডেকে আনার চাপ দিচ্ছিল নাসিম । কিন্তু স্ত্রী যখন তার ছোট বোনকে ফোন করতে অস্বীকৃতি জানায়, তখন নাসিম তার স্ত্রীকে তিন তালাক দেয় এবং বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে হিন্দি মিডিয়া আউটলেট ওপি ইন্ডিয়া ।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতিতার বাবা জানিয়েছেন যে পাঁচ বছর আগে গাগলহেদি থানা এলাকার ভাবরেকি গ্রামে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন পর, যখন মেয়েটির কোন সন্তান হলো না, তখন তাকে মারধর এবং কটূক্তি করা শুরু হয়। মহিলার বাবা বলেন যে যখন তিনি তার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন, তখন জামাই তার সামনেই তার মেয়েকে তিন তালাক দেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন ।।

