এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,০২ সেপ্টেম্বর : রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার জায়গার ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ।নাসা জানিয়েছে, লুনা-২৫ যে জায়গায় বিধ্বস্ত হয়েছিল সেখানে ১০ মিটার প্রস্থের একটি গর্তের সৃষ্টি হয়েছে । এই গর্তের ছবিটি চাঁদের সন্ধানকারী অরবিটার দ্বারা তোলা হয়েছে। বলা হচ্ছে, প্রাকৃতিক কারণে নয়, লুনা-২৫ দুর্ঘটনার কারণেই ওই গর্তটি তৈরি হয়েছে ।
উল্লেখ্য,৪৭ বছরের মধ্যে এই প্রথম রাশিয়া চাঁদে কোনো মহাকাশ যান পাঠালো । লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের একদিন আগে গত ১৯ আগস্ট বিধ্বস্ত হয়। প্রযুক্তিগত কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে । লুনা-২৫ দুর্ঘটনার চার দিন পর, ভারত সফলভাবে চাঁদে চন্দ্রযান-৩ অবতরণ করেছে ।।