এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৩ সেপ্টেম্বর : বলিউড অভিনেত্রী শাবানা আজমি,অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং সঙ্গীতকার জাভেদ আখতারদের ‘টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল’ বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । বিলকিস বানো গনধর্ষনে অভিযুক্তদের মুক্তির বিরুদ্ধে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন শাবানা আজমি । এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকরা নরোত্তম মিশ্রকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘শাবানা আজমি,জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহরা টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল ।’ এরপর তিনি বলেন,’রাজস্থানের কানাইয়ালালের খুনের সময় এরা কিছু বলেছিলেন ? বলেননি । সম্প্রতি ঝাড়খণ্ডে আমাদের মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হল । এরা এনিয়ে কিছু বলেছিলেন? বলেননি । কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তখন নাসিরুদ্দিন শাহকে দেশে থাকতে ভয় লাগবে । অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং সক্রিয় হয়ে যাবে । ফের চেঁচাতে শুরু করে দেবে । এটা এনাদের ঘৃণ্য মানসিকতার পরিচয় । এদের ধর্মনিরপেক্ষ কিভাবে বলা যেতে পারে ? এখন এই সমস্ত মানুষদের আসল স্বরূপ বুঝতে পেরে গেছেন দেশের মানুষ ।’
প্রসঙ্গত,২০০২ সালের ২৭ ফেব্রুয়ারী গোধরায় একটি ট্রেনের ভিতরে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয় । আর তারপরেই রাজ্য জুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে । ওই বছর ৩ মার্চ গুজরাটের দাহোদ জেলার রাধিপুর গ্রামের বাসিন্দা বিলকিস বানোর বাড়িতে প্রায় ২০ জন মানুষ হামলা চালিয়েছিল । হামলাকারীরা বিলকিস, তার মা এবং আরও তিনজন মহিলাকে ধর্ষণ,পরিবারের মোট ৮ সদস্যকে খুন করেছিল বলে অভিযোগ । এমনকি জন নিখোঁজ হয়েছে বলেও পুলিশের কাছে অভিযোগে জানানো হয় । এই ঘটনায় ১১ জনকে দোষী সব্যস্ত হয় । সম্প্রতি তাঁদের কারাদণ্ডের শাস্তি মকুব করে দেওয়া হয় ।।