নারী, তুমি রোজ থেকো ভালো
তুমিই তো ঊষার আলো, তুমি মায়া
তুমি সুশীতল ছায়া, তোমার কোমল পিঞ্জরে
প্রতিনিয়ত তপ্ত লোহার চাবুক চলে
তাতেও হও না তুমি ক্লান্ত…. ।
নারী, তুমি রোজ থেকো ভালো।
শত অমানিশার আধাঁর টলাতে পারে না তোমায়
ওই আধাঁর ভেদিয়া তুমি চলো
তুমি সূর্য্যের সাথে কথা বলো।
তুমি ভোরের আলোয় উদ্ভাসিত আলো
নারী, তুমি রোজ থেকো ভালো।
তোমার মজ্জা নিংড়ে নেয়
তবুও অসীম তোমার শক্তি
তুমি মমতাময়ী, তুমি দয়াময়ী,
তুমিই ঘরের লক্ষীঠাকুরানী… ।
বেদনার আগুন তোমার শিরায় শিরায়,
তবুও সাবলীল হাসি তোমার অধরের রেখায়।
তুমি স্বেচ্ছাবন্দী হয়ে রও চার দেয়ালের অন্দরে
এভাবেই তুমি স্নেহময়ী যুগ যুগ ধরে।
নারী, তুমিই জয়ের আলো,
নারী, তুমি এভাবেই রোজ থেকো ভালো।।