এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ ডিসেম্বর : গ্লোবাল রেটিং এজেন্সি ফিচ মঙ্গলবার বলেছে যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা বেশি। তবে শাসন সংস্কার এজেন্ডা পরবর্তী সংসদে সংখ্যাগরিষ্ঠতার আকারকে প্রভাবিত করতে পারে বলে অনুমান করেছে ওই আন্তর্জাতিক সংস্থাটি । তাসত্ত্বেও এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত বলে জানানো হয়েছে । একইভাবে বাংলাদেশে ক্ষমতাসীন দল পুনরায় ক্ষমতায় আসতে পারে বলে ভবিষ্যৎ বাণী করেছে ওই সংস্থা ।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৯ সালের সাধারণ নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছিল। আগামী বছর এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচনেরও তারই পুনরাবৃত্তি হবে এবং মোদী সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে ফিচ ।।