এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ ফেব্রুয়ারী : শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, রেশন দুর্নীতি প্রভৃতি একাধিক দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে । সরকারি আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল । কেন্দ্র সরকারের দাবি যে পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পে ব্যাপক হারে অনিয়ম হয়েছে । আর এযাবৎ তার যথাযথ হিসাব দিতে পারেনি রাজ্য সরকার । এই কারণে টাকা আটকে রাখা হয়েছে । এদিকে লোকসভা নির্বাচনও সামনে এসে গেছে । তাই বকেয়া টাকার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে লেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী নিজে কলকাতার রেড রোডে ধর্না চালিয়ে যাচ্ছেন । এদিকে আজ রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু পূর্ব বর্ধমান জেলার ভাতারের মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কদর্য ভাষায় আক্রমণ করা হয় ।
আজ ভাতার বাজারে তৃণমূলে ব্লক কার্যালয়ে থেকে একটি মিছিল শুরু হয় । মিছিলের নেতৃত্ব দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মিছিলটি ভাতার বাজার ঘুরে ফের ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয় । এই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্লোগান ওঠে, ‘বিজেপিকে ভারত থেকে বিদায় দাও । নরেন্দ্র মোদী ওয়াক থুঃ ।’ এছাড়াও, ‘গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও । আবাস যোজনা টাকা দেওয়া হচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও’ এবং ‘নরেন্দ্র মোদির মাথার গেরুয়া পটি খুলে নাও। গাধার পিঠে চাপিয়ে বিদায় দাও’ প্রভৃতি শ্লোগানও দেওয়া হয় ।
এদিকে আজ রবিবার কলকাতার রেড রোডে ধনা মঞ্চ থেকে ২১ লক্ষ জব কার্ড ধারীকে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেছেন, ‘প্রথমতঃ, লোকসভা ভোটের আগে টিএমসির ক্যাডারদের সরকারি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । দ্বিতীয়তঃ,টাকা দিতে হলে ডিয়ার লটারি বা কেন্দ্র সরকারের কোনো ফান্ড থেকে টাকা দেবে, রাজ্য সরকারের তো কোন টাকা নাই, রাজ্য সরকার তো ভিখারি ।’।