এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ ডিসেম্বর : ফের বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকার শীর্ষে নাম তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার জরিপে নরেন্দ্র মোদীকে তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে । এনিয়ে চতুর্থবারের মতো শীর্ষ স্থানে জায়গা করে নিলেন নরেন্দ্র মোদী । এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারী ও আগস্টের জরিপেও সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক নেতার সম্মান অর্জন করেছিলেন ভারতের নরেন্দ্র মোদী ।
গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জরিপ চালানো হয়। যেখানে বিশ্বের পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশই পছন্দের নেতা হিসেবে নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেছেন। অন্যদিকে ১৮ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন এবং ৬ শতাংশ পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি। তালিকায় নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তালিকায় তৃতীয় স্থান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। তারা পেয়েছেন ৫৮ শতাংশ মানুষের সমর্থন।
তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (৪৭ শতাংশ সমর্থন), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪১ শতাংশ সমর্থন), বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৭ শতাংশ সমর্থন), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৩৭ শতাংশ সমর্থন) এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৭ শতাংশ সমর্থন)।
এদিকে ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন ।যুক্তরাষ্ট্রভিত্তিক ওই সংস্থার এই জরিপে বিজেপির ভোটব্যাঙ্কে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে । চলতি মাসেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি । তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকার শীর্ষে স্থান পাওয়ায় গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে ।।