এইদিন ওয়েবডেস্ক,নিউ দিল্লি,২৯ জুলাই : গোটা বিশ্বের মধ্যে ট্যুইটারে সব থেকে বেশি অনুসরণীয় রাজনীতিবিদ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর টুইটারে সর্বাধিক অনুসরণ করা বৈশ্বিক নেতার স্থান দখল করেছেন পিএম মোদী ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার্সের সংখ্যা ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি পেড়িয়ে গেছে । তিনি ২,৩৪৯ জন ব্যক্তিকে ফলো করেন । মোদীর পরেই রয়েছেন পোপ ফ্রান্সিস । তাঁর ফলোয়ার্স সংখ্যা ৫৩ মিলিয়ন । পোপের পরে রয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । তাঁর টুইটার ফলোয়ার সংখ্যা ৩ কোটি । ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ফলোয়ার সংখ্যা ৭১ লক্ষ । ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্ট তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী । তার ঠিক এক বছরের মাথাতেই তাঁর ফলোয়ার্সের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় । তারপর সময়ের সঙ্গে দ্রুত গতিতে বাড়তে থাকে তাঁর ফলোয়ার্স সংখ্যা ।
২০২০ সালে নরেন্দ্র মোদীর ফলোয়ার্স ছিল ৬০ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি । ২০২১ সালের জুলাইয়ের মধ্যে সেই সংখ্যাটা আরও এক কোটি বেড়েছে । বর্তমানে গোটা বিশ্বের ৭০০২০৮০৯ জন মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইটারে ফলো করেন । গত বছরের শেষে ওয়াশিংটনে ক্যাপিটল হিল-কাণ্ডের পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। তারপর থেকেই বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের টুইটারে অনুগামীর সংখ্যার বিচারে শীর্ষে চলে এসেছেন মোদী। ভারতের অনান্য রাজনৈতিক নেতার মধ্যে জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ফলোয়ার্স ১৯.৪ মিলিয়ন । সেখানে গৃহমন্ত্রী অমিত শাহকে ২৬.৩ মিলিয়ন মানুষ ট্যুইটারে ফলো করেন ।।