এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ভারত আমন্ত্রণটি নীতিগত কারণে গ্রহণ করেছে বলে খবর । বর্তমানে উভয় দেশের কর্মকর্তারা সফরের চুড়ান্ত তারিখ নির্ধারণের জন্য কাজ করছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ।
প্রসঙ্গত,ভারত এবারের জি-২০ সম্মেলনের আয়োজক দেশ । সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা জি-২০ বৈঠকে অন্যান্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি জো বাইডেনও বৈঠকে অংশগ্রহণ করবেন । তার আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চাইছে আমেরিকা । জুন ও জুলাই মাসের মধ্যে যাতে এই বৈঠকটি করা যায় তার জন্য বৈঠকের তারিখ খুঁজছেন দু’দেশের কর্মকর্তারা ।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আমন্ত্রণ বাইডেন কবে পাঠিয়েছিলেন এবং কে সেই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছিল তা স্পষ্ট নয় । সংবেদনশীল হওয়ার কারণে কোনো দেশই এই তথ্য প্রকাশ্যে আনেনি ।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে বাইডেন বিশ্বাস করেন ভারত-মার্কিন অংশীদারিত্ব বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি এবং বিশ্বের প্রধান সমস্যা সমাধানের জন্য অপরিহার্য । এর আগে গত ডিসেম্বরে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি । সেখানে আমেরিকা-ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ।।