এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ আগস্ট : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে বলে ভবিষ্যৎবাণী করল ইন্ডিয়া টুডে । ইন্ডিয়া টুডে সি ভোটার সমীক্ষায় (India Today CVoter Survey) বলা হয়েছে যে এনডিএ জোট ৩০৬ আসন জিততে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচনে । যেখানে একা বিজেপি জিতবে ২৮৭ টি আসনে । অন্যদিকে আইএনডিএ জিততে পারে ১৯৩ টি আসন ।
ইন্ডিয়া টুডে সি ভোটার সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসনই ধরে রাখতে সক্ষম হবে । এছাড়া মহারাষ্ট্রে এনডিএ ২০ টি এমভিএ ২৮ টি আসন জিততে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে । অন্যদিকে দেশের সর্ব বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে ‘যোগী ঝড়’ অব্যাহত থাকবে । সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে এনডিএ পেতে পারে ৭২ টি আসন । যেখানে আইএনডিএ জোট মাত্র ৮ টি আসন জিততে সক্ষম হবে ।
সদ্য কর্ণাটকে ক্ষমতায় আসা কংগ্রেসের ফলাফল খুব একটা ভালো হবে না বলে সমীক্ষার ফলাফলে দেখা গেছে । ২০২৪ লোকসভায় কংগ্রেস কর্ণাটকে মাত্র ৫ টি আসন জিততে সক্ষম হবে । যেখানে বিজেপি ২৩ টি আসন জিততে পারে বলে অনুমান করা হচ্ছে । সমীক্ষা অনুযায়ী বিহারেও ভালো ফলাফল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট । বিহারে এনডিএ ১৪ টি এবং আইএনডিএ ২৪ টি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে । বিহারে এনডিএর উপর ৪৩ শতাংশ মানুষের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে ।
অন্যদিকে আইএনডিএ-এর জোটের ১৯৩ টি আসনের মধ্যে ১০২ টি আসন আসবে পাঞ্জাব(১৩), তামিলনাড়ু (৩৯),পশ্চিমবঙ্গ(৩০) এবং কেরালা(২০) থেকে । যেখানে এনডিএর বিজেপির সহযোগী দলগুলির মধ্যে এসএস ৫ টি,এনসিপি ৫,এনইডিএ ৬ টি,এআইএনআরসি ১ টি এবং বিহারের শরিকদল ৭ টি আসন জিততে পারে বলে অনুমান ।
ইন্ডিয়া টুডে-সিভোটারের মুড অফ দ্য নেশন সার্ভে অনুযায়ী দেশের অনান্য রাজ্যগুলির সম্ভাব্য ফলাফল হল:- দিল্লিতে এনডিএ ৭, আইএনডিআইএ ০ । মধ্যপ্রদেশে এনডিএ ২৩,আইএনডিআইএ ৬,
গুজরাটে এনডিএ ২৬, আইএনডিআইএ ০,
তামিলনাড়ু এনডিএ ০, আইএনডিআইএ ৩৯,
হিমাচলে এনডিএ ৪, আইএনডিআইএ ০,ছত্রিশগড় এনডিএ ১০,আইএনডিআইএ ১,আসামে-এনডিএ ১২ এবং আইএনডিআইএ মাত্র একটি আসন জিততে পারে বলে অনুমান । এছাড়া ঝাড়খণ্ড-এ এনডিএ ১২, আইএনডিআইএ ২, জম্মু কাশ্মীরে ২, আইএনডিআইএ ৩ এবং তেলেঙ্গানায় এনডিএ ৪, আইএনডিআইএ ৭ অনান্য ৬ টি আসন জিতবে বলে সমীক্ষায় অনুমান করা হচ্ছে ।।