এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ মে : পহেলগামে ইসলামি সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের নরসংহারের পর “অপারেশন সিঁদূর” শুরু করে ভারতীয় সেনাবাহিনী । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) ৯ টি সন্ত্রাসী শিবির মিসাইল দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ১১ টি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা । শতাধিক কুখ্যাত সন্ত্রাসবাদী নিকেশ হয় । কিন্তু ভারতের এই অভিযানে বাংলার মুসলিমদের একাংশ যে খুশি নয় তা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেই স্পষ্ট হয়ে যাচ্ছে । তাদেরই মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা ইমারুল শেখ(৫০) । পেশায় রেল বিভাগের কর্মী ইমারুলের ফেসবুক প্রোফাইলটি ‘স্বপন শেখ’ নামে খোলা হয়েছে ।
ভারতের “অপারেশন সিঁদূর”-এর প্রেক্ষাপটে ইমারুল শেখ তার ওই অ্যাকাউন্ট থেকে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একটা পোস্ট করেছে । প্রধানমন্ত্রীর কন্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করে সে লিখেছে,’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।’ সে আরও লিখেছে, ‘ঠেলার নাম বাবাজী’ । হাসির রিয়াক্ট দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও দিয়েছে ইমারুল শেখ । জানা গিয়েছে পিচকুড়ি গ্রামের বাসিন্দা ইমারুল শেখ নামে ওই ব্যক্তি রেলের গ্রুপ ডি কর্মী। বর্ধমানে কর্মরত।
জানা গেছে, তার ওই পোস্টের কমেন্ট সেকশনে স্থানীয় হিন্দুরা তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করেন । বিষয়টি থানায় গড়াতে পারে আন্দাজ করেই আজ শনিবার ওই পোস্ট মুছে দেয় ইমারুল শেখ । কিন্তু তার আগেই তার ওই ফেক ভিডিও এবং তার স্কিনসর্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । আউশগ্রাম থানায় এনিয়ে প্রমাণ সহ অভিযোগ দায়ের হলে ওই দেশদ্রোহীকে গ্রেপ্তার করে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের দাবি,রেলের চাকরি থেকে ইমারুল শেখকে বরখাস্ত করা হোক ।
প্রসঙ্গত,ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় মুসলিমদের একাংশের মধ্যে পাকিস্তানের প্রতি প্রেম উথলে উঠতে দেখা যাচ্ছে । ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমান জেলাও । জেলার কাটোয়া, গুসকরা, কালনা থানা এলাকা থেকে কয়েকজন দেশদ্রোহীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু এত গ্রেপ্তারির পরেও মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে বেপরোয়া মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে । যা জাতীয় নিরাপত্তার জন্য বিপদ সঙ্কেত বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ।।

