এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ সেপ্টেম্বর : জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের মধ্যে ভারত-ব্রিটিশ মুক্ত বাণিজ্যের লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠক করলেন দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঋষি সুনক । জানা গেছে যে দুই নেতা মুক্ত বাণিজ্য চুক্তিতে ‘দ্রুত কাজ’ করতে সম্মত হয়েছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ বলেছেন, ‘বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে এবং বিনিয়োগ বাড়াতে আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন যে ভারত এবং ব্রিটেন একটি সমৃদ্ধ এবং মজবুত বিশ্ব গঠনের জন্য কাজ করবে ।’
সূত্রের খবর, ‘প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা, উদ্ভাবন এবং কিছু কনস্যুলার বিষয় দুই দেশের বৈঠকের আলোচ্যসূচিতে ছিল । ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরের জন্য সুনককে “উষ্ণ অভ্যর্থনা” দেওয়ার ওপর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়েছিলেন।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন,’যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার বিষয়ে নেতাদের একটি ফলপ্রসূ কথোপকথন হয়েছে। প্রধানমন্ত্রী সুনক ব্রিটেনের উচ্চাকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে এটি ব্যবসায়ী এবং শ্রমিকদের উপকৃত করবে। উভয় দেশ এবং পণ্য এবং পরিষেবা উভয় ক্ষেত্রেই আমাদের বাণিজ্য বৃদ্ধি করবে ।’
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে আসেন ঋষি সুনক,প্রথম অধিবেশনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেছিলেন । এর আগে প্রধানমন্ত্রী ‘নমস্তে’ বলে সুনককে স্বাগত জানান । ঋষি সুনক জানান, তিনি ভারতে এসে খুশি ।।