প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ এপ্রিল : নন্দীগ্রাম-ই নির্ধারণ করে দিয়েছে বাংলা থেকে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে । ২ মের পরেই বর্ধমানের তৃণমূলের গুণ্ডাদের জেলে পোরা হবে। বুধবার বর্ধমানের আধীষ্ঠাত্রি দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর নির্বাচনী রোড শো থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে এমন ঘোষণা শুনে হাতাতালি দিয়ে তাকে স্বাগত জানান রোড শোয়ে অংশ নেওয়ায় বিজেপি কর্মী ও সমর্থকরা ।
বর্ধমান দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে শহর বর্ধমানে অনুষ্ঠিত হয় রোড শো। সেই রোড শোয়ে যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী এদিন বর্ধমানে আসেন । বর্ধমানের মাটিতে পা রেখেই স্মৃতি ইরানি সোজা চলে যান বর্ধমানবাসীর অধীষ্ঠাত্রি দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে । সেখানে পুজো দেন । তার পর বর্ধমানের মেহেদি বাগানে সংলগ্ন জিটি রোডে জোড়ামন্দিরের কাছ থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির রোড শো শুরু হয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীকে পাশে নিয়ে রোড শো থেকে সন্দীপ নন্দীকে ভোটদানের আবেদন জানান স্মৃতি ইরানি।বর্ধমান কার্জগেট চত্ত্বরে রোড শো শেষ হয় । রোড শোয়ে বিজেপির বহু কর্মী ও সমর্থক অংশ নিয়েছিলেন । স্মৃতি ইরানিকে দেখার জন্য রাস্তার দু’ধারেও বহু মানুষ জড়ো হয়েছিলেন । স্মৃতি ইরানি বর্ধমানবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ।
এদিন রোড শো থেকে স্মৃতি ইরানি বলেন , “এবারের ভোটে নন্দীগ্রাম-ই নির্ধারণ করে দিয়েছে বাংলা থেকে তৃণমূল যাচ্ছে , আর বিজেপি ক্ষমতায় আসছে। মা -মাটি -মানুষের গল্প নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তৃণমূলের দিদি মাকে অপমান করেছে, মাটিকে রক্তে লালা করেছে, আর গরীর মানুষের কাছ থেকে কাটমানি নিয়ে তাদের উপর অত্যাচার করেছে। তাই এখন বাংলার মা-বোন সবাই বলছে , এইবার বাংলায় দরকার বিজেপির সরকার। এরই মধ্যে যত দফায় ভোট হয়েছে সব দফাতেই বাংলায় পরিবর্তনের পক্ষে ভোট পড়েছে। স্মৃতি ইরানি বলেন , বর্ধমান দক্ষিনে তৃণমূলের গুণ্ডারা লোকেদের ভয় দেখাচ্ছে, অশান্তি করছে । ২ মে এর পর আমাদের সরকার ক্ষমতায় এলে বর্ধমানে তৃণমূলের সব গুণ্ডাদের জেলে পাঠাবো। বিজেপি কর্মীদের কাছে স্মৃতি ইরানি ,প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পদ্মে ছাপ দেবার জন্য আবেদন জানানোর আহ্বান জানান ।।