এইদিন ওয়েবডেস্ক,মিরাট(উত্তরপ্রদেশ),১৭ সেপ্টেম্বর : সাত বছর আগে পুলিশ হেফাজত থেকে পলিয়ে যাওয়া খুনের আসামি নাজাকাত আলী (Najakat Ali) ওরফে পাপ্পু তান্ত্রিক নামে এক কুখ্যাত ছদ্মবেশীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের মিরাট স্পেশাল টাস্ক ফোর্স (Meerut Special Task Force ) । তার উপর ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ । জানা গেছে,ব্রহ্মপুরী থানা এলাকায় বিলাল নামে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । তাকে গ্রেফতারের পর ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু ধূর্ত নাজাকাত পুলিশ কনস্টেবলদের ঘুঁষ দিয়ে হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল । তারপর থেকে সে পুলিশের খাতায় ফেরার ছিল ।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে পালিয়ে গিয়ে সে সঞ্জয় শর্মা নাম নেয় । তারপর হিন্দু তান্ত্রিক সেজে বেশ কয়েক বছর ধরে দিল্লি, উন্নাও, বেরেলি, আগ্রা প্রভৃতি শহরের মন্দিরগুলিতে বসবাস করছিল । আধ্যাত্মিক পরামর্শ দেওয়ার আড়ালে বেশ কয়েকজনকে লক্ষাধিক টাকা প্রতারণাও করেছিল নাজাকত । এনিয়ে পৃথক মামলাও রয়েছে তার বিরুদ্ধে । কোভিড মহামারির সময় সে তান্ত্রিক সেজে পশ্চিমবঙ্গেও কাটিয়ে গেছে । আর প্রতারণার টাকায় স্ত্রী নাসরিনের নামে দিল্লির রোহিনীতে অনুভব অ্যাপার্টমেন্টে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছিল নাজাকাত । দুটি দামি গাড়িও কিনেছিল । দিল্লিতে ২০২০ সালে সুরেন্দ্র শর্মা নামে সে হোটেল ব্যবসা খুলে বসেছিল ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে,নাজাকাত আলী
১৯৮৯-৯৯ সালে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় ( Chaudhary Charan Singh University ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন । তারপর সে সবজি বিক্রেতা, প্রপার্টি ডিলার প্রভৃতি ব্যবসা শুরু করে । এমনকি আজাদ নিউজ টিভি চ্যানেলে (Azad News TV channel) কাজও করেছেন নাজাকাত আলী । সে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত মহল্লা রশিদনগরের (Mohalla Rashidnagar) কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনও করেছিল বলে জানতে পেরেছে পুলিশ ।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২) শহরের গোল মার্কেট(Goal Market) এলাকা থেকে নাজাকাত আলীকে গ্রেফতার করেছে মীরাট এসটিএফ । তার সঙ্গে ৪ জন মহিলা ছিল । যদিও তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় ।।