দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী ২০২৩ : পূর্ব বর্ধমান জেলার ভাতার এমপি হাইস্কুল মাঠে মাসাধিককাল ধরে চলা নকআউট ফুটবল টুর্নামেন্টের অন্তিম খেলাটি হল আজ রবিবার ইংরাজী নতুন বছরের প্রথম দিনে । এদিনের খেলায় ধনেখালি হাড়পুর ফুটবল একাডেমিকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল নৈহাটি কোচিং সেন্টার । টুর্নামেন্টের আয়োজক ভাতার একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয় । বিজিত দলকে ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকা আর্থিক পুরষ্কার দেওয়া হয় । এদিন বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঠ ছিল ফুটবল প্রেমীদের ভিড়ে ঠাসা ।
দেখুন ভিডিও
বিগত বছরের ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হয় রেনুকাবালা হাজরা স্মৃতি বিজয়ী ও উমাশঙ্কর যশ স্মৃতি বিজিত এই নক আউট ফুটবল টুর্নামেন্টেটি । রাজ্যের বিভিন্ন জেলার আটটি দলের মধ্যে এই প্রতিযোগিতা চলে । প্রতিযোগিতায় ফাইনালে ওঠে নৈহাটি কোচিং সেন্টার ও ধনেখালি হাড়পুর ফুটবল একাডেমি । খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায় নৈহাটি । গোল দুটি করেন সাগর সোরেন । দ্বিতীয়ার্ধে নৈহাটির হৃদিম সোরেন ও লক্ষ্মী হাঁসদা আরও একটি করে গোল করেন । খেলার শেষ পর্যন্ত কোনো গোল শোধ করতে পারেনি ধনেখালি । এদিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাগর সোরেন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কারটি পান নৈহাটির মঙ্গলদ্বীপ সব্বর । এছাড়া প্রতিটি খেলোয়াড়ের হাতে একটি করে বিশেষ পুরষ্কার তুলে দেওয়া হয় । টুর্নামেন্টের অন্তিম দিনের অনুষ্ঠানে মাঠে উপস্থিত হয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীসহ বিশিষ্টজনেরা ।।