এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ(বিহার),১২ মে : মানব-মানবীর প্রেমকাহিনীর দৃষ্টান্ত তো অনেক শোনা যায় । কিন্তু মানবেতর প্রাণীর প্রেমকাহিনীর কথা বললে অনেকে ভ্রুঁ কোঁচকাবেন । কিন্তু বাস্তবিক এমনই এক প্রেমকাহিনী সামনে এসেছে বিহারের গোপালগঞ্জ জেলার ভোরে ব্লক (Bhorey Block) এলাকা থেকে । জালে আটকে যাওয়া নাগিনকে বাঁচাতে গিয়ে একটি নাগ তার নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে । নাগ-নাগিনের মধ্যে এই প্রেমকাহিনী দেখে হতবাক এলাকার বাসিন্দারা ।
এই ঘটনাটি প্রতিবেদন আকারে ছাপা হয়েছে একটি সংবাদ মাধ্যমে । প্রতিবেদন থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলার ভোরে ব্লকের অন্তর্গত ভোপতপুরা(Bhopatpura) গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালি নদী । ওই নদীর ধারে একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন জনৈক এক গ্রামবাসী । সেই সময় একটি সাপ তার জালে আটকে যায় । তিনি জালটি পাড়ের কাছে তুলে আনেন । কিন্তু সাপটিকে জালমুক্ত করার সাহস করতে পারেননি । পুকুরের পাড়েই দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি । ইতিমধ্যে আরও একটি সাপকে জালে আটকে যাওয়া সাপটিকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় । কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পর সে নিজেই জালের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় । কিছুক্ষণের মধ্যে দুটি সাপেরই মৃত্যু হয় ।
পুরো ঘটনাটি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন ওই ব্যক্তি । পরে তিনি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে নিমেষের মধ্যে ভাইর্যাল হয়ে যায় । এদিকে খবর পেয়ে পুকুর পাড়ে প্রচুর লোকজন এসে জড়ো হয়ে যায় । নাগ-নাগিনীর এই অদ্ভুদ প্রেমকাহিনী দেখে বিস্মিত হন । পরে মৃত দুই সাপকে জালমুক্ত করে মাটিতে পুঁতে দেওয়া হয় । নাগ-নাগিনীর এই অদ্ভুদ প্রেমকাহিনী দেখে বিস্মিত এলাকার বাসিন্দারা ।।