এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১২ মে : দেশবিরোধী পোস্ট করে গ্রেপ্তার নদীয়ার সিপিএম নেতা পাকিস্তান প্রেমী মীরকাসিম শেখ । তার বাড়ি নদীয়ার খিদিরপুর উত্তরপাড়া বেথুয়াডহরি নাকাশিপাড়ায় । মীরকাসিম শেখ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর প্রাক্তন নেতা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে নাকাশিপাড়া থানার পুলিশ ।
জানা গেছে,সিপিএম নেতা মীরকাসিম শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বেথুয়াডহরি হসপিটালপাড়ার বাসিন্দা অর্পণ বিশ্বাস। তাঁর অভিযোগ,কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যে চলা যুদ্ধের পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জাতিবিদ্বেষী, রাষ্ট্র বিরোধী, ভারতীয় সৈনিকদের অসম্মানিত করে একটি পোস্ট করেছে মীরকাসিম শেখ । যেখানে লেখা আছে,’পৃথিবীর মানচিত্র থেকে তিনটে দেশকে মুছে ফেলতে পারলে পৃথিবীর শান্ত হয়ে থাকবে।’ অভিযোগ দায়েরের পরেই সিপিএমের নেতা মীর কাসিম শেখকে পুলিশ গ্রেপ্তার করে ।।

