এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২২ জুলাই : পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে স্ত্রীর মাথায় গুলি করে খুন করল স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত কালিরবাস এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতার নাম মইলা বিবি । স্ত্রীকে খুনের পর ঘাতক স্বামী হায়দর শেখ চম্পট দেওয়ার চেষ্টা করে । কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে । আজ মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠানো হয় । তবে ওই ব্যক্তি তার স্ত্রীকে হঠাৎ কেন খুন করল তা এখনো স্পষ্ট । এই ঘটনায় পরকীয়া সম্পর্ক কারন হতে পারে বলে সন্দেহ পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গেছে,বেশ কয়েকবছর আগে হায়দর শেখের সঙ্গে বিয়ে হয় মইলা বিবির । কিন্তু তাদের সাংসারিক জীবন ছিল অশান্তিতে পরিপূর্ণ । প্রায় দিনই দম্পতির মধ্যে অশান্তি হত । বেশ কয়েকবার মধ্যস্থতাও করে দেয় প্রতিবেশীরা ।
স্থানীয় সূত্রে খবর,সোমবার রাতেও হায়দর ও তার স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা বাধে । চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় প্রতিবেশীরা । রাত্রি সাড়ে ১০-১১ টা নাগাদ হায়দরের বাড়ি থেকে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায় বলে জানান মৃতার দিদি কহিলা বিবি । এরপর প্রতিবেশীরা গিয়ে দেখে মেঝের মধ্যে পড়ে রয়েছেন মইলা বিবি । একটা গুলি তার মাথা এফোড়ওফোড় করে দিয়েছে । প্রতিবেশীরা যখন গুলিবিদ্ধ মহিলাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে চম্পট দেয় হায়দার শেখ । যদিও রাতেই তাকে ধরে ফেলে নাকাশিপাড়া থানার পুলিশ ।।

