এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ মার্চ : সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতে গমের নাড়া পোড়াতে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল নদীয়ার এক কৃষকের । পুলিশ জানিয়েছে,মৃতের নাম ফিলিপ বিশ্বাস(৬৫) । তার বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার খ্রিস্টান পাড়া এলাকায় । আজ বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি হারভেস্টর মেশিনে জমি থেকে গম তুলেছিলেন চাপড়া থানার খ্রিস্টান পাড়ার বাসিন্দা ফিলিপ বিশ্বাস । মঙ্গলবার বেলার দিকে জমিতে পড়ে থাকা গমের নাড়া পোড়াতে গিয়েছিলেন তিনি । তারপর আর বাড়ি ফেরেননি ওই প্রৌঢ় । বিকেলের দিকে গ্রামের এক কৃষক ওই প্রৌঢ়কে গগ্ধ অবস্থায় গমের নাড়ার ছাইয়ের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন । ওই ব্যক্তি ফিলিপের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরে চাপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । স্থানীয় বাসিন্দাদের অনুমান, প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে জলন্ত নাড়ায় পড়ে গিয়েই ওই প্রৌঢ় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ।।