এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৪ জুন : কয়েক মাস ধরে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবী হাসান নামে এক ব্যক্তিকে আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫) উত্তর প্রদেশের বেরেলি থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুর পুলিশ । নবী হাসান শাহজাহানপুরের গুলশান-ই-মুস্তফা মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা নিচ্ছিল। সে ওই কিশোরীকে যৌন নির্যাতনের পাশাপাশি তার অশ্লীল ভিডিও তৈরি করে এবং তাকে ব্ল্যাকমেইল করে।
জানা গেছে,কিশোরী পরিবারের লোকজনদের সাথে ফরিদপুর থানায় গিয়ে নবী হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ইন্সপেক্টর রবীন্দ্র কুমার এবং কনস্টেবল পবন কুমার খবর পান যে নবী বিশালপুর রোডের সাথা কালভার্ট দিয়ে পালানোর চেষ্টা করছে । কিন্তু পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। তার মোবাইল থেকে ৪০টি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে, যার মধ্যে ধর্ষণের ক্লিপিংও রয়েছে।
খবর অনুযায়ী, সে ‘হায়দেরি দল ২৫ বেরেলি’ নামে একটি ভুয়া ইনস্টাগ্রাম গ্রুপ তৈরি করেছিল, যেখানে সে ধর্মীয়ভাবে উস্কানিমূলক পোস্ট পোস্ট করত। জিজ্ঞাসাবাদের সময় নবী গ্রুপটির অ্যাডমিন হওয়ার এবং উস্কানিমূলক পোস্ট করার কথা স্বীকার করে । পুলিশ গুরুতর ধারায় মামলা দায়ের করে তাকে জেলে পাঠায়। সাইবার সেল এখন তার সোশ্যাল মিডিয়া কার্যকলাপ তদন্ত করছে।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে ওপি ইন্ডিয়া ।

