এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় গৃহমন্ত্রালয় থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা উগ্র ইসলামি সংগঠনের এপিসেন্টার ছিল কেরালা । বামফ্রন্ট শাসিত কেরালায় এবার নতুন কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) মডিউল ফাঁস করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । নাবিল আহমেদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতারও করেছে এনআইএ । সোশ্যাল নেটওয়ার্ক সাইট টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কেরালায় আইএস-এর জন্য নিয়োগ করছিল কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা নাবিল আহমেদ । তার সেই গ্রুপের নাম ‘পেট লাভার্স’ । তদন্তকারী দল জানতে পেরেছে যে একজন খ্রিস্টান ধর্মযাজককে প্রাণে মারার পরিকল্পনা করেছিল ওই সন্ত্রাসবাদী । শুধু তাই নয়,ইসলামি স্টেটের কর্মকাণ্ড চালাতে সে ত্রিশুর এবং পালাক্কাদ জেলায় মন্দির লুট করার পরিকল্পনাও করেছিল । এনআইএ জানিয়েছে, কাতারে আইএস সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল নাবিলের । কেরালায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল । এই সন্ত্রাসবাদী সংগঠনের আরও অনেক সন্ত্রাসী গ্রেফতার হবে বলে জানিয়েছে এনআইএ ।
এর আগে ইসলামিক স্টেটের কর্মকাণ্ড চালাতে অর্থ সংগ্রহের জন্য ডাকাতির মামলায় ত্রিশুরের বাসিন্দা আশরাফ নামে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এনআইএ জানতে পারে যে সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য কেরালায় ডাকাতি ও সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল আশরাফ নামে ওই সন্ত্রাসবাদী । সম্প্রতি পালাক্কাদ থেকে ৩০ লক্ষ টাকা লুট করার পরে, আশরাফ এবং তার দলবল সত্যমঙ্গলম জঙ্গলের একটি বাড়িতে লুকিয়েছিলন। ওই সন্ত্রাসীবাদীকে কোচির একটা জঙ্গলের ভেতর থেকে পাকড়াও করে এনআই-এর দল ।।