এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ আগস্ট : আরজি কর হাসপাতালে শতশত দুষ্কৃতীদের হামলার সময় যতটা নিষ্ক্রিয় দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে, ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে ডাকা ‘নবান্ন অভিযান’ ঘিরে। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা প্রত্যক্ষ করছে কলকাতাবাসী । নবান্নকে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে নবান্নের আশেপাশে । অলি গলিতে গার্ডরেল, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। জল কামান,কাঁদানে গ্যাসের সেল নিয়ে প্রস্তুত হয়ে আছে রাজ্য পুলিশ ।
জানা গেছে,কলকাতায় মিছিল আটকাতে ২৫ জন উপ-নগরপাল পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া সেতুর কলকাতার দিকের অংশ সহ পাঁচ জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল।হাওড়ার দিকে নবান্নে যাওয়ার পথে চার জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে । প্রতিবাদীরা যাতে সেগুলি উপড়ে ফেলতে না পারে সেজন্য রাস্তায় গর্ত খুঁড়ে বড় লোহার পাইপের সঙ্গে ব্যারিকেডগুলি ঝালাই করে দেওয়া হয়েছে । পাঁচ জায়গায় মোতায়েন থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। ড্রোনের মাধ্যমে এবং মিছিলের সম্ভাব্য পথগুলিতে ১০০টি অতিরিক্ত ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে ।
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চারজন ছাত্র কর্মী যারা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করছিলেন, যারা হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন, মধ্যরাতের পরে হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন । তাদের নাম সুভোজিৎ ঘোষ,পুলোকেশ পন্ডিত,গৌতম সেনাপতি ও প্রীতম সরকার । তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফোনও রিসিভ করা যাচ্ছে না। আমরা অনুমান করছি যে মমতা পুলিশ তাদের গ্রেফতার/আটক করেছে। তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে।
যদিও অনেক আগে থেকে উত্তর ও দক্ষিণবঙ্গসহ কলকাতার শহরতলী এলাকা থেকে প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকরা নবান্নের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে । নবান্ন অভিযানে শামিল হতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর থেকে ঝড়বৃষ্টি উপেক্ষা নদীপথে রওনা হয় কয়েকশো ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা । পূর্ব বর্ধমান জেলাসহ দক্ষিণবঙ্গের বহু ব্লকের যুবকরা ব্যক্তিগতে উদ্যোগে নবান্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে । বিভিন্ন জেলা থেকে বাসে, ট্রেনে নবান্নমুখী হয়েছে ছাত্রছাত্রীরা। আজ সকাল থেকে ছিল পথেঘাটে প্রচন্ড ভিড় । এদিকে নবান্ন অভিযানের জেরে কলকাতার বহু বেসরকারি স্কুলগুলিতে ক্লাস বন্ধের নোটিস দিয়েছে বলে জানা গেছে । এমনকি পরীক্ষা স্থগিতও করা হয়েছে ।
নবান্ন অভিযানের আগে সোমবার রাতে প্রতিবাদের জন্য জায়গা দেখতে এসে সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । এই অভিযানে চাকরিপ্রার্থী ও আদিবাসী মঞ্চও সামিল হবে । অভিযানের অনুমতি না দেওয়া হলে আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানা গেছে । সোমবার শুভেন্দু অধিকারীকে জনৈক এক সাংবাদিক জিজ্ঞেস করেন, কেমন নিরাপত্তা দেখলেন ? উত্তরে শুভেন্দু বলেন,’থর থর থর করে কাঁপছে চোর মমতা ।’।