এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ৷ ওই তরুনী চিকিৎসকের মৃত্যুর জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক তরুন চিকিৎসককে দায়ি করে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার । জানা গেছে,মৃত ছাত্রীর নাম অনিন্দিতা সোরেন(২৪)। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে । অভিযুক্ত যুব উজ্জ্বল সোরেনের বাড়ি পুরুলিয়ায় । তাকে এখনও গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,অনিন্দিতা ও উজ্জ্বলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । গত সোমবার উজ্জলের সঙ্গে দেখা করতে মালদায় আসে অনিন্দিতা । মালদা শহরের একটা হোটেলে তারা দু’জনা ছিল । সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অনিন্দিতা । তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতাতে স্থানান্তরিত করা হয় । কিন্তু গভীর রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অনিন্দিতার ।
মৃতার মা জানান,দুজনার মধ্যে বছর খানেকের সম্পর্ক । ফোনে সেকথা মেয়ে জানিয়েছিল । মন্দিরে বিয়েও করেছিল তারা ৷ কিন্তু সামাজিক ভাবে বিয়ের জন্য মনে হয় মেয়ে চাপ দিচ্ছিল ৷ সেই কারনে উজ্জল তার মেয়েকে মেরে ফেলেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন । তিনি আরও জানান যে তাদের দু’জনের মধ্যে অনেক দিন ধরে গন্ডগোল চলছিল । ঝামেলার জেরে একবার মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে তিনি জানান । পাশাপাশি তিনি মালদা হাসপাতালে চিকিৎসায় গাফেলতির অভিযোগও তুলেছেন । পুরো ঘটনাক্রমের বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডঃ প্রসেনজিৎ বর জানান যে ঘটনা সম্পর্কে তার কিছু জানা নাই,খোঁজ নিয়ে দেখবেন ।।