এইদিন ওয়েবডেস্ক,পোর্ট ব্লেয়ার,১০ জুলাই : রহস্যজনকভাবে মৃত্যু হল আন্দামান ও নিকোবরের সাংবাদিক জুবের আহমেদের । তিনি ‘দ্য সানডে আইল্যান্ডার’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় তিনি নিজের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন । শুক্রবার একটি স্কুলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় ।তাঁর দেহ মাটিতে পড়ে ছিল এবং গলায় দড়ি বাঁধা ছিল । ওই স্কুলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জুবের ।
দক্ষিণ আন্দামানের উইম্বার্লিগঞ্জের বাসিন্দা ছিলেন জুবের আহমেদ । বাড়িতে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান । তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন,বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন জুবের আহমেদ । এই কারনে তিনি ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্সেস (নিমহান্স)’-এর চিকিৎসকদের দেওয়া ওষুধ খাচ্ছিলেন । তিনি একটি সাপ্তাহিক পত্রিকা চালু করতে চেয়েছিলেন, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আন্দামান ও নিকোবর মিডিয়া ফেডারেশন (ANMF) তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে ।
উল্লেখ্য,তিনি AltNews এবং তার সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরের একজন সমর্থক ছিলেন । জুবায়েরের গ্রেফতারের পরেও তাঁর পাশে ছিলেন । তার শেষ টুইটটি ছিল অল্টনিউজকে দেওয়া একটি অনুদানের বিষয়ে । টুইটারে টাকা পাঠানোর স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ‘সত্য উদ্ঘাটনের জন্য অল্টনিউজের পুরো টিম, মোহাম্মদ জুবায়ের এবং প্রতীক সিনহাকে আমার স্যালুট। সত্যের জয় হবে।’।