এইদিন ওয়েবডেস্ক,ঢাকা(বাংলাদেশ),১৫ আগস্ট : বাংলাদেশের রাজধানী ঢাকায় এক কলেজ ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হল । নিহত ছাত্রীর নাম আঁচল সাহা (২২) । তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন । ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি মেসে দুই সহপাঠিনীর সঙ্গে ভাড়া থাকতেন তিনি । রবিবার রাতে মেসের ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকার ভাটারা থানার পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী । তবে আত্মহত্যার কারন খুঁজে পাচ্ছেন না নিহত ছাত্রীর পরিবার । বাংলাদেশে যেভাবে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে তাতে স্থানীয়দের একাংশের সন্দেহ ওই ছাত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । ভাটারা থানার ওসি সাজেদুর রহমান বলেন,’মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।’
জানা গেছে,সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া মহল্লার বাসিন্দা দীপক কুমার সাহা ও নীলা রানী সাহার একমাত্র মেয়ে আঁচল সাহা । শৈশব থেকেই বহু প্রতিভার অধিকারী ছিলেন আঁচল । সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিশিল্পী হিসেবে তাঁর খ্যাতি ছিল । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন । ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন আঁচল ।
জানা গেছে,বিগত তিন বছর ধরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ওই মেসের একটি ঘরে দুই সহপাঠিনীর সঙ্গে ভাড়া থাকছিলেন আঁচল সাহা । রবিবার সন্ধ্যায় দুই বান্ধবী বেড়িয়ে গেলেও তিনি ঘরে একাই ছিলেন । মৃতের মামা পলাশ সাহা বলেন, ‘রবিবার রাত্রি ১০টার দিকে আমার ভাগনীর এক সহপাঠীর ফোন আসে । সে জানায় আঁচল খুবই অসুস্থ। রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই । ঢাকায় এসে জানতে পারি আঁচল নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ।’ তিনি জানিয়েছেন,তাঁর ভাগনীর মধ্যে কোনো প্রকার হতাশা বা টেনশন ছিল না । তাই এটা আত্মহত্যা নাকি হত্যা তাঁদের কাছে স্পষ্ট নয় । ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহত ছাত্রীর পরিবারের লোকজন ।
এদিকে ময়নাতদন্তের পর সোমবার স্থানীয় ঘোষগাঁতি মহাশশ্মানে নিহত ছাত্রীর মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয় । প্রতিভাবান ওই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।