এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৪ মে : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে । আদা শর্মা অভিনীত এই সিনেমাটি মুক্তির নবম দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে । এদিকে টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যও এই ছবিটি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন । অভিনেত্রী টুইট করেছেন যে তিনি ছবিতে আপত্তিকর কিছু পাননি । উল্লেখ্য,দেবলীনা গত বছর ১৪ ডিসেম্বর জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন । তারপর এনিয়ে জলঘোলা হয় দেশ জুড়ে । তখন স্বামীর সমর্থনে এগিয়ে আসেন দেবলীনা । তিনি তখন মন্তব্য করেন,’সমস্ত মুসলিম এক নয় ।’ উত্তরে ব্যবহারকারীরা লেখেন যে তারা ৪-৫ বছর পরে তার সাথে কথা বলবেন । কারণ তার(দেবলীনা) ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ।
যাই হোক,’দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে দেবলীনা ভট্টাচার্যের প্রতিক্রিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘দিদি, আমার সাথে পড়াশোনা করা এক ছাত্রীরও আন্তঃধর্মীয় সম্পর্ক ছিল । তিনি তার প্রেমিককে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে বলেছিলেন । কিন্তু তার প্রেমিক শুধু প্রত্যাখ্যানই করেনি বরং তাকে গালিগালাজও করেছে এবং তাকে ইসলামফোবিক বলে অভিযুক্ত করেছে । একথা শুনে ওই ছাত্রী তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো কেন সে এসব আঁকড়ে ধরে আছে এবং সে কিভাবে ইসলামফোবিক হতে পারে যখন সে একজন মুসলিমের সাথে ডেটিং করছে । তার বয়ফ্রেন্ড উত্তর দিয়েছিল যে সে যদি ইসলামফোবিক না হয় তাহলে তার উচিত ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করা । মেয়েটি তাতে সম্মতি দিলে তখন তার বয়ফ্রেন্ড ছবিটি দেখতে সম্মতি দেয় । আর ছবিটি দেখার ঠিক পরে, ওই ছাত্রী তার প্রেমিককে ডেকে ব্রেক আপ করে দেয় । ‘দ্য কেরালা স্টোরি’ সমাজে একই প্রভাব ফেলছে। এই কারণে কেউ কেউ ছবিটি নিষিদ্ধ করতে চায়। সবাই সচেতন হচ্ছে ।’
এর উত্তরে দেবলীনা ভট্টাচার্য লিখেছেন,’সব সময় এমন হয় না। আমার স্বামী একজন মুসলিম এবং আমার সাথে ছবিটি দেখতে এসেছিলেন এবং তিনি এটির প্রশংসাও করেছিলেন । তিনি এটাকে অপরাধ হিসেবে নেননি বা মনে করেননি এটা তার ধর্মের পরিপন্থী । আমি মনে করি প্রত্যেক ভারতীয়ের এমন হওয়া উচিত ।’।