এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,২৭ ডিসেম্বর : যেভাবে এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল, ঠিক একই কায়দায় সিরিয়ায় সিরিয়ায় ক্ষমতা দখল করেছে আর এক কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা । ক্ষমতায় আসতেই তারা নির্বিচারে মানুষ খুন করতে শুরু করেছে । সিরিয়ার সন্ত্রাসী শাসকের সশস্ত্র জঙ্গিদের দ্বারা প্রকাশ্য দিবালোকে এমনই একজন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করার ভিডিও ভাইরাল হয়েছে । মেসুট কিলিক নামে একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ইসলামপন্থী সন্ত্রাসীরা দাবি করেছে যে তারা যে ব্যক্তিকে হত্যা করেছে সে ছিল আবু গাদির, আসাদ আমলের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।কোন আদালত নেই, যুদ্ধ আইনের বন্দী নেই, আত্মরক্ষার অধিকার নেই। আছে শুধু নগ্ন বর্বরতা। আর এই বর্বরতা দেখছে বিশ্ব।’
ভিডিওতে জোব্বা পরা এক ব্যক্তিকে টানতে টানতে নিয়ে যেতে দেখা গেছে কয়েকজন স্বয়ংক্রিয় রাইফেলধারী সন্ত্রাসীকে । সেই সময় সন্ত্রাসীরা ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিচ্ছিল । ওই হতভাগ্য ব্যক্তিকে তারা একটা খালের মধ্যে ফেলে দেয় এবং ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিতে দিতে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে । ভিডিওটি ২৬ ডিসেম্বর পোস্ট করেছিলেন ওই এক্স ব্যবহারকারী ।
উজয় বুলুট নামে একজন তরুনী এক্স ব্যবহারকারী ভিডিওটি রিপোস্ট করে লিখেছেন,’সিরিয়া : ইসলামি সন্ত্রাসীরা দাবি করেছে যে তারা যে ব্যক্তিকে হত্যা করেছে সে ছিল আবু গাদির, আসাদের প্রাক্তন দলের একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা। কোন আদালত নেই, যুদ্ধবন্দীদের সাথে আচরণের বিষয়ে কোন আইন নেই, [জেনেভা কনভেনশন নেই], আইনি প্রতিরক্ষার অধিকার নেই। আছে শুধু বর্বরতা। যদিও বিশ্ব তিনটি বানরের অবস্থান গ্রহণ করছে ।’
প্রসঙ্গত,চলতি মাসে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে চালানো হামলায় সিরিয়ায় আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটে । আক্রমণটি তাহরির আল-শাম দ্বারা পরিচালিত হয়েছিল এবং ২০১১ সালে শুরু হওয়া চলমান সিরিয়ার গৃহযুদ্ধের অংশ হিসাবে প্রধানত তুর্কি-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি দ্বারা সমর্থিত হয়েছিল।বাশার আল-আসাদ মস্কোতে পালিয়ে গেছেন ।।