এইদিন ওয়েবডেস্ক,০৯ জুন : মুসলমানদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে বাধা সৃষ্টি করছে কাফির (বিধর্মী), জেহাদ (পবিত্র যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়) ও উম্মাহ (রাষ্ট্রের ঊর্ধ্বে ধর্মভিত্তিক সম্প্রদায়) এই তিনটি ধারণা । এই তিনটি ধারণা বদলে ফেললেই বৃহত্তর ভারতীয় সমাজে মসুলিমদের অন্তর্ভুক্তি সম্ভব বলে মত প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বর্ষীয়ান নেতা রাম মাধব ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে এই বিষয়ে খোলাখুলি মত প্রকাশ করেন রাম মাধব । তিনি বলেন, ‘ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে — ধর্মের প্রতি আনুগত্য, দিনে পাঁচবার নামাজ, জাকাত বা মানুষের কল্যাণের জন্য দান, রমজানে রোজা রাখা এবং মক্কা বা মদিনায় তীর্থযাত্রা করা।এটা মেনে চলুন, এদেশে আপনাদের (মুসলিমদের) কেউ বাধা দেবে না । কিন্তু ভারতীয় জাতীয় সমাজে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে আরও তিনটি বৃহৎ দিক রয়েছে । সেগুলি হল-কাফির-জেহাদ-উম্মাহ ।’
তিনি বলেন,’উম্মাহর অর্থ হল, ‘আমরা একটি পৃথক জাতি । ‘আমরা মুসলিম’- এই ধারনা ছাড়তে হবে । অমুসলিমদের কাফির বা পাপী মনে করা বন্ধ করতে হবে এবং জিহাদের পথ ত্যাগ করতে হবে । যদি একান্তই জিহাদ করতে হয় তবে তা অভ্যন্তরীণ হতে হবে । অনেক মুসলিম পণ্ডিত ‘অভ্যন্তরীণ জিহাদ’ এর কথা বলেছেন । জিহাদের অর্থ এই নয় যে আপনি অন্য ধর্মের লোকদের নির্বিচারে হত্যা করবেন ।’
রাম মাধব বলেন, ‘ভারতের মুসলমানরা যদি এটা বুঝতে পারে যে তাদের শিকড় এদেশে মুসলিম হানার অনেক আগে থেকেই রয়েছে, তাহলেই তাঁরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে পারবেন । মুসলিমরা এটা স্বীকার করলে তখন হিন্দুরাও কয়েকশো বছর আগে যে ধ্বংসলীলা (মুসলিম হানাদারদের হাতে) হয়েছে সেই সম্পর্কে কথা বলা বন্ধ করবে ।’
উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট কিলিং নিয়ে অনান্য রাজনৈতিক দলগুলিকে এক হাত নিয়েছেন রাম মাধব । তিনি বলেন,’যখন হত্যাকাণ্ড ঘটছে তখন সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যেতে দেখা যাচ্ছে না । তারা অলস হয়ে বসে আছেন ।’ বারাণসীর জ্ঞানবাপী বিতর্কিত কাঠামোর মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘“জ্ঞানবাপী আমাদের সকলের জন্য একটি খুব ভাল সুযোগ করে দিয়েছে । রাম জন্মভূমির ক্ষেত্রে, আমরা (হিন্দু ও মুসলমান) একত্র হয়ে একটি গ্রহণযোগ্য মীমাংসায় করতে পারিনি । তাই একটি দুর্ভাগ্যজনক ঘটনা (৬ ডিসেম্বর ১৯৯২-এ বাবরি মসজিদ ধ্বংস) ঘটে যায় ।’ রাম মাধবের কথায়, ‘জ্ঞানবাপি, কাশী বিশ্বনাথ এবং মথুরা খুবই গুরুত্বপূর্ণ মামলা । আমরা কি একত্রিত হয়ে সমাধান করতে পারি ?’