এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৮ জানুয়ারী : শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর এখন বাংলাদেশ ন্যাশনাল পার্টি(বিএনপি)-এর মত কট্টরপন্থী ইসলামি দলের পাশাপাশি হিজবুত ও জামাত ইসলামীর মত ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হাতে রয়েছে বাংলাদেশের শাসনব্যবস্থা । সম্প্রতি বাংলাদেশের সংবিধান বাতিল করার জন্য জোরদার চেষ্টা করেছিল ওই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি । কিন্তু আন্তর্জাতিক চাপে কিছু হঠতে বাধ্য হয় তারা । তবে কাগজে-কলমে দেশে সাংবিধানিক আইন লাগু থাকলেও অলিখিতভাবে ইসলামি শরিয়া শাসন জারি হয়ে গেছে বাংলাদেশে । তারই প্রমাণ পাওয়া গেল বাংলাদেশের রাজধানী ঢাকায় । প্রকাশ্য দিবালোকে রাজপথের পাশে একটি গাছ থেকে এক যুবকের দু’পা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলল স্থানীয় মুসলিম জনতা । সেই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন মহঃ আসাদুজ্জামান (MD Ashaduzzaman) নামে এক ব্যবহারকারী । ভিডিওতে দেখা গেছে, একটি গাছের নিচে ইসলামিক ফেজ টুপি পরা প্রচুর লোকজন ঘিরে দাঁড়িয়ে চিৎকার করছে৷ এক যুবক মরিয়াভাবে গাছের ওপরে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে । পরে দেখা যায় যুবকের দু’পা দড়ি দিয়ে বেঁধে গাছের ডাল থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তারপর তার জামা খোলা শরীরে নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় ।
যুবকের নিচে মাটিতে তাজা রক্তের প্রবাহ বইতে দেখা যায় । যুবককে মেরে ফেলার পর উল্লাস করতে দেখা যায় মুসলিম জনতাকে । ভিডিও অনুযায়ী,ঘটনাটি ঘটেছে উত্তর ঢাকার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারের সামনে । মহঃ আসাদুজ্জামান মৃত যুবকের নাম পরিচয় বা তাকে নিশংসভাবে পিটিয়ে মেরে ফেলার কারণ সম্পর্কে কিছু বলেননি । তিনি শুধু লিখেছেন,’আমাদের দেশের মানবাধিকার সংগঠন গুলো কোথায় গেল ? আমেরিকা ইউরোপের মানবাধিকার গুলো কোথায়……! তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই…!’
কিন্তু প্রতিবাদ করেও বাংলাদেশি মুসলিমদের একাংশের রোষানলে পড়েছেন ওই এক্স ব্যবহারকারী । একজন জিহাদি (@LurmarkR5704) লিখেছে,’এক একটা আওয়ামীলীগ সর, ধরে ধরে জবাই কর ।’ আল মুমিন লিখেছে,’এটা একটা ট্রেলার যা জামাতে ইসলামী করতে পারে।’ রোমান্টিক অত্যাচার(@Rom441624) অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে । সে শেখ হাসিনার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত গালাগালি করেছে ।
তবে ঘটনার প্রতিবাদও করছে কেউ কেউ । তবে সে প্রতিবাদ হচ্ছে মূলত হিন্দুদের তরফ থেকে । স্বপন দত্ত নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা নৈতিকতার অধ পতন,মানবিকতার নিন্দনীয় পরিহাস সভ্যতার কলঙ্কের উজ্জ্বল ইতিহাস ।’ সোমনাথ ব্যানার্জি লিখেছেন, ‘এটা জঙ্গল রাজ ,যেটা বাংলাদেশে এখন চলছে।’ অরবিন্দ বড়াল বিদেশ মন্ত্রী এস জয়শংকরকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ভারত কেন বাংলাদেশে চাল পাঠায় ডঃ এস জয়শঙ্কর স্যার?’
পৃথক একটি ঘটনায় আজ মহঃ আসাদুজ্জামান নামে ওই এক্স ব্যবহারকারী জানিয়েছেন,’বিএনপি-এর সন্ত্রাসীরা অপহরণের ৩ দিন পর নদীতে মিলেছে যুবলীগ নেতার লাশ….! নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোবারক হোসেনকে হত্যা করে নদীতে ফেলে দেয় বিএনপি সন্ত্রাসীরা ।’ নদীর জলে ভাসতে থাকা বস্তাবন্দি মৃতদেদের একটা ভিডিও তিনি শেয়ার করেছেন ।।