এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০২ সেপ্টেম্বর : হযরত মহম্মদকে নিয়ে কটুক্তি করার অভিযোগে খ্রিস্টান মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল নাইজেরিয়ার মুসলিমরা । শনিবার সন্ধ্যায় নাইজার রাজ্যের মারিগা স্থানীয় সরকার এলাকার কাসুয়ার-গরবা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় খাদ্য বিক্রেতা আমায়ে (Amaye) নামে এক খ্রিস্টান মহিলাকে নবী মুহাম্মদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মুসলিম জনতা তাকে প্রথমে নির্মমভাবে পেটায় এরপর জীবন্ত আগুন ধরিয়ে দেয়।
খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে যখন তার এক মুসলিম গ্রাহক মজা করে তাকে বিবাহের প্রস্তাব দেয় এবং নবীর কথা উল্লেখ করে । বলা হচ্ছে যে আমায়ের প্রতিক্রিয়াকে ওই মুসলিম গ্রাহক ধর্মনিন্দা বলে মনে করে । এরপর সে নিজ সম্প্রদায়ের কাছে মহিলার কথা অতিরঞ্জিত করে বর্ণনা করে হিংসা উসকে দেয় ।
প্রথমে মহিলাকে তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু মুসলিম জনতা মহিলাকে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং জীবন্ত পুড়িয়ে মারে । মারিগা স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান, আব্বাস আদামু কাসুয়ার-গারবার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এর পর থেকে এলাকায় স্বাভাবিকতা ফিরে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইজার রাজ্যের পুলিশ জনসংযোগ কর্মকর্তা, এসপি ওয়াসিউ আবিওদুন বলেছেন, দুপুর ২টার দিকে কমান্ড রিপোর্ট পেয়েছে যে মহিলাটি ধর্ম অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত সৈন্য মোতায়েনের আগেই, জনতা আমাদের অফিসারদের উপর হামলা করে, তাকে টেনে নিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয় । অ্যাবিওদুন আরও বলেন যে তদন্ত চলছে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
প্রসঙ্গত,নাইজেরিয়ার এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করার করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামে এক খ্রিষ্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীরা পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন। গত বছর উসমান বুডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয়।।

