এইদিন ওয়েবডেস্ক,কটক,০৬ অক্টোবর : শনিবার (৪ অক্টোবর) ভোররাতে ওড়িশার কটকের হাতিপোখরি এবং দরগাবাজার এলাকায় দুটি দুর্গাপূজা প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় মুসলিম জনতা পাথর ছুঁড়ে মারার পর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ।বিসর্জনের জন্য কাঠজোড়ি নদীর তীরে দেবীগড়ায় শোভাযাত্রাটি যাচ্ছিল । সেই সময় হামলা হয় । এলাকাটি মুসলিম অধ্যুষিত । কদম রসুলের কাছে বিসর্জন শোভাযাত্রায় হামলা হলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
হামলায় ডিসিপি ঋষিকেশ খিলারি সহ ছয় পুলিশ সদস্য আহত হন। কড়া নিরাপত্তা ব্যাবস্থা মোতায়েন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বনধের ডাক দিয়েছে । এখনও পর্যন্ত ছয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, শনিবার ভোর দেড়টার দিকে ঝাঁঝিরিমঙ্গলা পূজা কমিটি যখন হাতিপোখরি দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করছিল, তখন এই ঘটনা ঘটে। শোভাযাত্রাটি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল, তখন কিছু মুসলিম বক্সে গান বাজানোর বিরোধিতা করে এবং শোভাযাত্রার দিকে কাচের বোতল ওপাথর ছুঁড়ে মারতে শুরু করে । হামলায় ডিসিপি ঋষিকেশ খিলারির চোখে আঘাত লাগে । হামলায় আশেপাশের বেশ কয়েকটি দোকান এবং রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ফলস্বরূপ, শোভাযাত্রাটি মাঝপথে থামাতে হয়।পাথর ছোঁড়ার প্রতিবাদে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অবস্থান কর্মসূচি পালন করে। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দুর্গাপূজার প্রায় ৫০টি প্রতিমা বহনকারী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে দরগাবাজার থানার কাছে আরেকটি দুর্গা প্রতিমার শোভাযাত্রাও একই রকম আক্রমণ করেছিল। হাতিপোখরি এলাকায় দুর্গা প্রতিমার শোভাযাত্রা থামানোর সময়, রৌসাপত্না দুর্গাকালী শোভাযাত্রাটি অতিক্রম করে দরগাবাজার থানার কাছে পৌঁছায়, যেখানে এই আক্রমণ করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী লোকজন স্থানীয়দের দ্বারা আক্রমণের শিকার হয়।
উল্লেখ্য,প্রতি বছরের মতো, নবরাত্রির গরবা উৎসব এবং দুর্গা শোভাযাত্রাকে ইসলামী মৌলবাদীরা লক্ষ্যবস্তু করেছিল । বেশ কয়েকটি গরবা প্যান্ডেলে মুসলিম পুরুষদের পরিচয় গোপন করে প্রবেশ করতে দেখা গেছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে দুর্গাপ্রতিমা শোভাযাত্রা এবং প্যান্ডেলে পাথর ছোঁড়া, ভাঙচুর এবং অবমাননার ঘটনাও ঘটেছে।।