এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ মে : জনপ্রিয়তা অর্জনের জন্য নিজের আসল নাম গোপন রেখে হিন্দু নাম রাখার বহু নজির মুম্বাইয়ে বলিউডে আছে । দিলীপ কুমারের মত প্রখ্যাত বলিউড অভিনেতা পর্যন্ত নিজের আসল নাম গোপন রেখে এক সময় বলিউডে একছত্র আধিপত্য কায়েম করেছিলেন ।দিলীপ কুমারের আসল নাম মোহাম্মদ ইউসুফ খান ।
শুধু তিনিই নন,হামিদ আলি খান অজিত নামে প্রসিদ্ধ ছিলেন বলিউডে । সাদাকালো যুগের কৌতুক অভিনেতা জনি ওয়াকার (Johnnie Walker) আসল নাম হল বদরউদ্দিন জামালউদ্দিন কাজী ।সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরী জগদীপ (Jagdeep) নামে পরিচিত ছিলেন । তেমনই সঞ্জয়ের (Sanjay) আসল নাম হল শাহ আব্বাস খান । এই তালিকায় রয়েছে বেশ কিছু প্রখ্যাত বলিউড অভিনেত্রীও । সাদাকালো ছবির যুগের স্বনামধন্য নায়িকা মধুবালার (Madhubala) আসল নাম মুমতাজ জাহান দেহলভি। মেহজাবীন বানো মীনা কুমারী (Meena Kumari) নামে বিখ্যাত হয়েছিলেন বলিউডে ।
তবে বর্তমানে বলিউডে হিন্দু নাম রেখে জনপ্রিয়তা অর্জনের সেভাবে প্রবণতা দেখা না গেলেও হিন্দু দেবদেবী ও হিন্দু নাম দিয়ে দোকান খুলে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে মুসলিমরা । লোকেন্দ্র সিং নামে এক টুইটার ইউজার্স একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘তারা সঠিক নাম রাখতে ভয় পায় আজ কালকার যান্ত্রিকরাও হিন্দু নাম রাখে, দোকানের বাইরে রাজ অটো লেখা, নাম আফজাল, তুমি জানো না তোমার সাথে কি হচ্ছে ।’ আসলে ভিডিওটি তোলা হয়েছে একটি মেহেন্দির দোকানে । দোকানটির নাম ‘রাজ মেহেন্দি স্টোর’ । ওই নামেই ছাপা হয়েছে কটি ভিজিটিং কার্ড । ভিডিওটি রেকর্ড করেছেন জনৈক এক মহিলা । ক্যামেরার পিছনে ওই মহিলাকে বলতে শোনা গেছে,’আপনার নাম আমির, কিন্তু আপনি ‘রাজ’ রেখেছেন কেন ? অনেক হিন্দু আছে যারা শুধুমাত্র হিন্দু মেহেদি শিল্পীদের কাছে যেতে চায়, আশেপাশে অনেক হিন্দু শিল্পী রয়েছে এবং সেই কারণে আপনি একটি হিন্দু নাম রেখেছেন । হিন্দু মেয়েদের বোকা বানাচ্ছেন । হিন্দু মেয়েরা আপনাকে হিন্দু ভেবে আপনার দোকানে আসছে। এটা আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে । এইভাবেই আপনারা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে তাদের জীবন বর্বাদ করে দেন । এটা প্রতারণা এবং আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।’
বিনিত গুপ্তা নামে একজন ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে লিখেছেন,’লখনউতে জয় অম্বে নামে ঝাটকা মাংসের দোকান খুলেছে । ফয়জুলগঞ্জ মামলা..। এলাকার মানুষের মধ্যে ক্ষোভ…।’ পরে স্থানীয় হিন্দুরা জড়ো হয়ে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় ।
সুদর্শন নিউজের সাংবাদিক সাগর কুমার দিল্লি একটি মাংসের দোকানের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দিল্লিতে একটি মাংসের দোকানের নামকরণ করা হয়েছিল “রাম জি” এর নামে । কিন্তু বিজেপি নেতা বাডি ভাইয়ের (Bubby Bhai BJP)-এর দল বোর্ড সরিয়ে দিয়েছে ।’ মিডিয়া রিপোর্টে জানা গেছে,দিল্লির কিষাণগঞ্জ বাজারের ওই মাংসের দোকানের নাম ছিল ‘রাম মাংসের দোকান’ । কিন্তু দোকানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই, ব্যানারটি সরিয়ে ফেলা হয় । বজরং দলের সদস্যরা প্রতিবাদ করেন এবং দোকানের নাম পরিবর্তন করার বিষয়টি নিশ্চিত করেন ।
তবে দেশে অনলাইন পেমেন্ট শুরু হওয়ার পর থেকেই ওই সমস্ত ভূয়ো নামধারীরা চরম বিপাকে পড়ে গেছে । সংবাদমাধ্যম অর্গানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে,দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের খাতৌলিতে ‘শিব পাঞ্জাবি ধাবায় একটি পরিবার খাবার খাওয়ার পর অনলাইনে পেমেন্ট করতে গিয়ে জানতে পারেন ওই ধাবার মালিক আসলে একজন মুসলিম ব্যক্তি । এনিয়ে প্রতিবাদও জানায় ওই পরিবারটি । এছাড়া গুজরাটের একটা খাবারের দোকানেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে । এই সমস্ত ক্ষেত্রে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইপিসির ৪২০ ধারায় (প্রতারণা) মামলা পর্যন্ত করা যেতে পারে ।।