এইদিন ওয়েবডেস্ক,রামপুরহাট(বীরভূম),২১ মার্চ : মুসলিমদের ভোটে জিতে মুসলিমদের হত্যা হচ্ছে । মঙ্গলবার রামপুরহাটের বগটুইয়ে নিহতদের স্মরণে আয়োজিত সভায় এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার বগটুই গ্রামে নিহতদের স্মরণে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মঞ্চ উঠে কয়েকটি দুঃস্থ পরিবারের হাতে শাল ও কিছু আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী । তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যে সংখ্যালঘু মুসলিমরা দল বেঁধে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন,নন্দীগ্রামের ৬৫ হাজার সংখ্যালঘুই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন,তার পরেও আনিস খানকে ছাদ থেকে ঠেলে মারা হয় । বগটুই গ্রামে মুসলমান যুবক, মহিলা ও শিশুদের পেট্রোল ঢেলে শিকল তুলে পোড়ানো হয় । ৩০০-৪০০ মিটার দূরে এসডিপিওকে ও তার ফোর্সকে আটকে রাখা হয় । নওসাদ ভাইকে টুপি ধরে কিভাবে টানছিল রাস্তায়,সবাই দেখেছে । কোন সমাজে আমরা আছি ? এবার সংখ্যালঘুরাই ঠিক করুন ।’
পাশাপাশি তিনি বলেন,’বগটুইয়ের আক্রান্ত পরিবারের পাশে যেহেতু শাসকদল দাঁড়ায়নি তাই বিজেপি তাদের পাশে দাঁড়াবে । এখানে যত নষ্টের গোঁড়া পুলিশ । আগে টাকা যেত বোলপুরে,এখন টাকা যায় কালিঘাটে,বালি-পাথর সবই চলছে ।’ শুভেন্দু জানান বগটুইয়ের এক স্বামী পরিত্যক্ত
মুসলিম মহিলা এদিন তাঁর কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন । বিজেপি ওই মহিলার দায়িত্ব নেবে বলে তিনি জানান ।
মুখ্যমন্ত্রীর ওড়িশা সফর প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘বেড়াতে যাচ্ছেন । ওটার সঙ্গে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক ? বেড়াতে যাচ্ছে । চারিদিকে শুধু চুরি আর চুরি । অয়ন শীলের বাড়ি থেকে যা মালপত্র পাওয়া গেছে তাতে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই ।’ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসার হুঁশিয়ারির বিষয়ে শুভেন্দু বলেন,’ওসবের কোনো গুরুত্ব নেই । চুরির হাত থেকে চোরেদের বাঁচানোর জন্য এই সব রাজনীতি করছে ।’ সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,’কেন্দ্র কখনো বঞ্চনা করেনি ৷ কেন্দ্রীয় প্রকল্পে দূর্নীতির হাজার হাজার কোটি টাকার আগে হিসাব দিতে হবে, তার পরে টাকা দেওয়ার প্রশ্ন আসবে ।’।