• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুসলিমরা ব্যাপকহারে স্বধর্ম ত্যাগ করছে ! গড়ে উঠছে এক্স মুসলিমদের আন্ডারগ্রাউন্ড দল 

Eidin by Eidin
December 15, 2025
in রকমারি খবর
মুসলিমরা ব্যাপকহারে স্বধর্ম ত্যাগ করছে ! গড়ে উঠছে এক্স মুসলিমদের আন্ডারগ্রাউন্ড দল 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ইসলামি ধর্মগ্রন্থগুলি নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের শেষ নেই । বিশ্ব জুড়ে অমুসলিম দেশগুলিতে এখনো চর্চা চলে ৷ সুইডেন ও আমেরিকায় প্রকাশ্যে কোরান পোড়াতে দেখা যায় খ্রিস্টান নরনারীদের । ইসলামের সবচেয়ে বড় সমালোচক বলে পরিচিত ডাচ সাংসদ গির্ট ওয়াল্ডার্স কোরানকে “সন্ত্রাসের ম্যানুয়াল” বলে প্রায়ই কটাক্ষ করে থাকেন । একারনে ইসলাম বিরোধীদের হত্যার হুমকি পর্যন্ত আসে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে । তবে বিশ্বজুড়ে ইসলামের সমালোচক হিসাবে আর একটা শ্রেণীর আবির্ভাব ঘটেছে । অবশ্য এই শ্রেণীর কেউই অমুসলিম নন,বরঞ্চ তারা মুসলিম সম্প্রদায় থেকেই উঠে আসা এক শ্রেণীর বুদ্ধিজীবীরা । তারা নিজেদের “এক্স মুসলিম” বলে পরিচয় দিয়ে ইসলামি ধর্মগ্রন্থের মধ্যে যে অসঙ্গতিগুলি আছে, মূলত সেগুলি প্রচার করে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ভারতেও “এক্স মুসলিম”-এর সংখ্যা কম নেই ।  কিন্তু ইউরোপে এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন ব্রিটিশ চারুশিল্পী ও লেখক শাহ আজিজ । তিনি জানিয়েছেন যে ইউরোপে ব্যাপকহারে মুসলিমরা স্বধর্ম ত্যাগ করছে এবং গড়ে উঠছে এক্স মুসলিমদের আন্ডারগ্রাউন্ড দল । শাহ আজিজের লেখা ২০১৪ সালের ২১ শে নভেম্বর দ্য খ্রিস্টান ব্রডকাস্ট নেটওয়ার্কে প্রকাশিত একটি প্রতিবেদনের অনুবাদ নিচে তুলে ধরা হল  : 

ইউরোপের অসংখ্য মুসলিম প্রকাশ্যেই তাদের ধর্মত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত বা সংশয়বাদীতে পরিণত হচ্ছেন। এক্ষেত্রে তারা মুসলিম সম্প্রদায়ের বিধি-নিষেধেরও কোনো তোয়াক্কা করছেন না। ফরাসি সিনেমা নির্মাতা ছিয়েন্নে ক্যারুন তার দ্য অ্যাপোস্টল নামক সিনেমায় ইতোমধ্যেই এক মুসলিম তরুণের ক্যাথলিক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার কাহিনী তুলে ধরার মাধ্যমে দেখিয়েছেন মুসলিম তরুণরা ধর্মান্তরিত হতে গিয়ে পরিবার ও বন্ধু বান্ধবদের সামনে কী ধরনের বিড়ম্বনার মুখে পড়েন।সাইদ (৪৬) নামে ফ্রান্সের এক ইসলামত্যাগী বলেন, ‘স্বধর্ম ত্যাগের বিষয়টি নিয়ে আর লুকো-ছাপা করার কিছুই নেই।’ 

উল্লেখ্য, সাইদ উগ্র ইসলামপন্থা ত্যাগ করে ইভানজেলিকাল প্রোটেস্ট্যান্ট মতবাদে দীক্ষা নিয়েছেন। আর ফ্রান্সের অল্প যে কয়জন স্বধর্মত্যাগী মুসলিম প্রকাশ্যে তাদের ধর্মান্তরিত হওয়ার কথা স্বীকার করেছেন সাইদ তাদেরই একজন। সাইদ জানান তার সম্প্রদায়ের সদস্যরা তার ধর্মত্যাগের বিষয়টি মেনে নিয়েছে। তবে এ নিয়ে তাকে অনেক হাসি-তামাশা ও জ্বালাতনের শিকার হতে হয়েছে। তবে মুসলিম ব্রাদারহুড ও সালাফি ইসলামপন্থীরা স্বধর্মত্যাগীদের ব্যাপারে যে কট্টর দৃষ্টিভঙ্গী লালন করে থাকেন, সে ব্যাপারে তিনি সতর্ক করে দেন।

সৌদি আরবে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন এক ইসলাম ধর্ম প্রচারক রেদোয়ান আত্তিয়া বলেন, ‘মুসলিম সমাজে ধর্মত্যাগ নিষিদ্ধ। কিন্তু কোরানে এ ব্যাপারে স্পষ্ট করে কোনও শাস্তির কথা উল্লেখ করা হয়নি।তবে হাদিসে ইসলাম ধর্মত্যাগীদের হত্যা করার আদেশ দেওয়া আছে।

উল্লেখ্য, রেদোয়ান আত্তিয়া বর্তমানে বেলজিয়ামের লিয়েজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। এদিকে বিশেষজ্ঞরা দাবি করেছেন, ইউরোপে যতো মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করছেন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করছেন। অবশ্য মুসলিম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টধর্মের ইভানজেলিক্যাল মতবাদে দীক্ষা নেওয়ার ঘটনাও বেড়ে চলেছে।শ্রমিক শ্রেনী ও অভিবাসী মুসলিমরাই মূলত ইভানজেলিকাল মতবাদে দীক্ষা নিচ্ছেন বেশি।
রেদোয়ান আত্তিয়া বলেন, ‘ইউরোপ এবং আরব দেশগুলোতে প্রায় সমানভাবেই নাস্তিকতার প্রবণতা বাড়ছে। কিন্তু নতুন ঘটনা হল,ধর্মীয় বিশ্বাস ত্যাগকারীরা এখন প্রকাশ্যেই তাদের ধর্মহীনতার কথা বলতে চাইছে।’তিনি বলেন,‘ইসলামের উগ্রপন্থা এবং জিহাদি মতবাদের কারণেই পাল্টা উগ্র ধর্মহীনতার প্রবণতা বাড়ছে।’

আহমেদ নামে বেলজিয়ামের ৪০ বছর বয়সী এক ইসলামত্যাগী প্রকৌশলী জানান, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন কারণ ইসলাম এর অনুসারীদের দৈনন্দিন জীবন যাত্রার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আরোপ করতে চায়। এছাড়া তিনি মৌলবাদি ইসলামপন্থীদের অতিবেশি কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও বিষোদগার করেন। তিনি মৌলবাদকে ইসলামের ভন্ডামি বলে আখ্যায়িত করেন। তবে আহমেদ বলেন, এটা ঠিক যে, আমরা উগ্র ধর্মহীন। কিন্তু মৌলবাদি ইসলামপন্থীরা আমাদের চেয়েও উগ্রপন্থী।

ইমতিয়াজ শামস নামে লন্ডনের ২৫ বছর বয়সী আর এক ইসলামত্যাগী জানান, তিনি খুবই রক্ষণশীল এক মুসলিম পরিবার থেকে বেরিয়ে এসেছেন। দুই বছর আগে প্রকাশ্যেই ধর্মত্যাগ করে পরিবার ছেড়ে আসেন বলে জানান ইমতিয়াজ। তিনি বর্তমানে লন্ডনের ইসলামত্যাগী একটি আন্ডারগ্রাউন্ড দলের সদস্য। দলটিতে প্রায় ৩০০ ইসলামত্যাগী সদস্য রয়েছে।শামস জানান দলটির সদস্যরা প্রতি সপ্তাহে পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। এসময় তারা পরস্পরের ভালো-মন্দের খোঁজ-খবর নেন এবং যত্ন-আত্তি করেন। তবে তাদের গ্রুপটি ইসলামের বিরুদ্ধে কোনও উগ্রতা প্রদর্শন করে না বলেও জানান শামস।

শামস বলেন, ‘কোনও মুসলিমের জন্য ধর্ম বিশ্বাস ত্যাগ করে পরিবার ছেড়ে আসাটা খুবই কঠিন কাজ। কারণ পরিবারের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান বজায় রেখেও যদি আপনি বের হয়ে আসতে চান তারপরও তারা মর্মাহত হবে। এমনকি তারা ভাববে আপনি তাদের ঘৃণাভরে ত্যাগ করছেন এবং তাদের মুখের উপর থুতু ছিটিয়ে দিয়ে আসছেন!’

শামস জানান, ‘আর তাছাড়া আমার মা আমি জাহান্নামে যাবো ভেবে বেশি মর্মাহত হয়েছেন। আমার প্রতি স্নেহ থেকেই তিনি এমনটা ভেবেছেন।’ ইমতিয়াজ শামস বলেন, তার ধারণা মতে, লন্ডনের মুসলিম সম্প্রদায়ের ৬ লাখ সদস্যের ১০ হাজার জনই তাদের ধর্মবিশ্বাস নিয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন।।

Previous Post

হিন্দু লিভ-ইন পার্টনার উমাকে শ্বাসরোধ করে হত্যার পর শিরশ্ছেদ করে দেহ জঙ্গলে ফেলে দিয়েছিল বিলাল খান ; বিয়ের আগেই হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে 

Next Post

“কোন মুসলিম বাঙালি ফাঁসিতে ঝুলেছিলেন ?” : ‘ভিমরুলের চাকে’ ঢিল মেরে বিপাকে তথাগত রায় 

Next Post
“কোন মুসলিম বাঙালি ফাঁসিতে ঝুলেছিলেন ?” : ‘ভিমরুলের চাকে’ ঢিল মেরে বিপাকে তথাগত রায় 

"কোন মুসলিম বাঙালি ফাঁসিতে ঝুলেছিলেন ?" : 'ভিমরুলের চাকে' ঢিল মেরে বিপাকে তথাগত রায় 

No Result
View All Result

Recent Posts

  • সিডনিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তান ও সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট যোগ, হামলা চালায় বাবা সাদিক এবং ছেলে নাভিদ আকরাম 
  • বর্ধমানের জামালপুরে জাল লটারির এক কারবারীকে গ্রেপ্তার করল সিআইডি 
  • মাদকাসক্ত ছেলের হাতেই খুন হয়ে গেলেন উগ্র বামপন্থী হলিউড চলচ্চিত্র নির্মাতা রব রেইনার এবং তার স্ত্রী 
  • “কোন মুসলিম বাঙালি ফাঁসিতে ঝুলেছিলেন ?” : ‘ভিমরুলের চাকে’ ঢিল মেরে বিপাকে তথাগত রায় 
  • মুসলিমরা ব্যাপকহারে স্বধর্ম ত্যাগ করছে ! গড়ে উঠছে এক্স মুসলিমদের আন্ডারগ্রাউন্ড দল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.