এইদিন ওয়েবডেস্ক,২৮ নভেম্বর : সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ আজ মঙ্গলবার সকাল থেকেই “হ্যাশট্যাগ অ্যারেস্ট পূজা মাথুর” ট্রেন্ড চলছে । পূজা নামের এক হিন্দু তরুনীকে একটি ভিডিওতে মুসলিমদের নবী সম্পর্কে কিছু মন্তব্য করতে শোনা যায় । তারই প্রতিক্রিয়ায় পালটা একটা ভিডিও পোস্ট করেছে তামিলনাড়ুর মহম্মদ সোহেল নামে এক মুসলিম যুবক । ওই যুবক তরুনীর ‘গুস্তাকির’ জন্য তাকে প্রাণে মারার পর্যন্ত হুমকিও দেয় । ভিডিওতে মহম্মদ সোহেল নামে ওই মুসলিম যুবককে বলতে শোনা যায়, ‘সালাম ওয়ালেকুম, আজ পূজা মাথুর নামে একটা মেয়ের ভিডিও দেখছিলাম । মনে হচ্ছে মেয়েটা একটা পাগল । নবী, কুরান আর ইসলামের বিরুদ্ধে অপ্রীতিকর কথা বলছিল,অপমান(গুস্তাকি) করেছে । আমি একটা কথাই বলবো যে পূজা মাথুর তোর মা’কে জিজ্ঞাসা কর তুই এক বাবার সন্তান কিনা । আমি কোরানের সাহায্যে প্রমান করব যে তোর রক্ত নোংরা, তুই হা#মি । আমার নবীকে গালি দিচ্ছিস,অ্যাঁ ? তোর এত হিম্মত ? আমার সামনে কখনো আসিস না । তোকে এমন মৃত্যু……মৃত্যুও ভয় পাবে । তোর এত সাহস যে নবীকে গালাগালি করছিস,অ্যাঁ ? আর আমরা মুসলিমরা দেখে যাবো ? হিন্দু- ইহুদি-খ্রিষ্টান,তোরা সবাই শুনে রাখ,নবীর বিষয়ে তোরা যদি কেউ কিছু বলিস তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করছি, আমার সামনে আয় । তখন দেখিয়ে দেবো ।’
ঠিক কি বলেছিলেন পূজা মাথুর নামে ওই তরুনী ? তিনি কবিতার ছন্দে বলেছেন, ‘…..মে পয়গম্বর বসে ।…..মে বসে কুরান ।…….. মামু বসে । বলো, জয় শ্রীরাম।’
এই মন্তব্যের জন্য অনেকে তরুনীকে বাবা মা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে । কেউ কেউ সমর্থন করলেও তরুনীর ভাষা প্রয়োগের বিরোধিতা করেছেন দু’একজন । কে আর ত্রিপাঠি লিখেছেন, ‘নূপুর শর্মা আগে যা করেছেন পূজা মাথুর তাই করার চেষ্টা করছেন। কখনও কখনও আমাদের ক্ষুদ্র বিষয়গুলিকে উপেক্ষা করা উচিত। সে হয়তো মদ্যপ।
মুনাওয়ার রানা এবং এম এফ হুসেন যখন কাঁদছিল তখন কেউ কাঁদেনি। সুতরাং, দয়া করে ধৈর্য ধরুন এবং এটি উপভোগ করুন । এটি একটি নিষ্ফল প্রবণতা ।’।