এইদিন ওয়েবডেস্ক,বাগপত,১২ জানুয়ারী : গ্রামেই একটি মুদিখানার দোকান রয়েছে একটি হিন্দু পরিবারের । সকালের দিকে তখনো দোকান খোলা হয়নি । সেই সময় একই গ্রামের মুসলিম যুবকের দল দোকানে কিছু কেনাকাটা করতে আসে । কিন্তু তারা দোকান বন্ধ দেখে দোকানদারের বাড়িতে যায় । মুসলিম যুবকরা তাকে তাড়াতাড়ি দোকান খুলে তাদের জিনিসপত্র দিতে বলে । কিন্তু দোকানদার জানিয়ে দেয় যে দোকান খুলতে দেরি হবে । আর এই অপরাধের জন্য বাড়িতে ঢুকে দোকানদার ও তার পরিবারের উপর মারাত্মক হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় মুসলিম যুবকদের বিরুদ্ধে । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাউত থানার অন্তর্গত ওয়াজিদপুর গ্রামে । হামলায় একজন মহিলা সহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় সিএইচসি হাসপাতাল থেকে মিরাটে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত পরিবার একই গ্রামের বাসিন্দা কাল্লু, জহির, উসমান ও মঞ্জুর নামে চার মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর রজু করেছে । এদিকে বিষয়টি দুটি ভিন্ন সম্প্রদায়ের সঙ্গে জড়িত হওয়ায় গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
জানা গেছে,ওয়াজিদপুর গ্রামে একটি মুদির দোকান রয়েছে রমেশ নামে এক হিন্দু যুবকের । বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কাল্লু, জহির, উসমান ও মঞ্জুর নামে চার মুসলিম যুবক মিলে রমেশের দোকানে গিয়েছিল । কিন্তু তারা গিয়ে দেখে দোকান বন্ধ রয়েছে । এরপর তারা রমেশের বাড়িতে পৌঁছে দোকান খুলে তাদের মালপত্র দিতে বলে । কিন্তু বাড়িতে অনেক কাজ থাকায় তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন রমেশের স্ত্রী সুনিতা । এতে ক্ষিপ্ত হয়ে ওই মুসলিম যুবকরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সুনিতার ওপর হামলা চালায় বলে অভিযোগ । চিৎকার শুনে সুনীতার ছেলে হিমাংশু শর্মা ও ভাইপো আমান শর্মা সেখানে পৌঁছে তাকে বাঁচাতে যায় ।
জানা গেছে,তারই মাঝে সুনিতা কোনোভাবে ফোন করে পুলিশকে ফোন করে খবর দেন । কিন্তু পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায় । এদিকে হামলায় গুরুতর আহত হয় সুনিতা,তার স্বামী রমেশ এবং ভাইপো হিমাংশু শর্মা । পুলিশ আহতদের উদ্ধার করে সিএইচসিতে ভর্তি করে । কিন্তু হিমাংশুর অবস্থার অবনতি হওয়ায় মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
বারাউত থানার ইন্সপেক্টর সঞ্জয় কুমার শর্মা বলেন, ‘আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমেকারাগারে পাঠানো হবে ।’।