এইদিন ওয়েবডেস্ক,দেওয়াস(মধ্যপ্রদেশ),২৯ আগস্ট : একই গ্রামের বাসিন্দা এক মুসলিম যুবকের বিরুদ্ধে এক আদিবাসী তরুনীকে(১৯) অপহরণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রদেশের দেওয়াস (Dewas)জেলার উদয় নগর থানা (Uday Nagar) এলাকা । তরুনীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ফারজানের (Farzan,20) বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও পরিবারের লোকজনদেখা মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর করা হয় স্থানীয় একটি মসজিদেও । মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে গ্রামে মিছিল করে ক্ষিপ্ত জনতা । ঘটনার জেরে বাজার বন্ধ রাখা হয়। শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । গ্রামবাসীরা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে । জানা গেছে,পুলিশ এসসি/এসটি আইন এবং আইপিসি- এর ৩৬৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করেছে । পাশাপাশি ভাঙচুর চালানোর অভিযোগে ২ জনের বিরুদ্ধে এফআইআর রজু করা হয়েছে ।
মেয়েটির ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ২৬ আগস্ট শুক্রবার তিনি এবং তার ১৯ বছর বয়সী বোন জমিতে সার দিচ্ছিলেন । সেই সময় ফারজান মোটরবাইকে চড়ে সেখানে আসে এবং তার বোনকে তুলে নিয়ে যায় । ঘটনার সময় তাঁদের বাবা কোনো কারণে ইন্দোরে গিয়েছিলেন । তার বাকি তিন ভাইবোন স্কুলে ছিল।
জানা গেছে, ঘটনার কথা চাওড় হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত ফারজান ও তার আত্মীয় স্বজনদের বাড়িতে হামলা চালায় । গ্রামের একটি মসজিদ ভাংচুর করা হয় এবং অভিযুক্তদের বাড়ির সামনে রাখা ২টি বাইক ও ১টি গাড়ি ভাংচুর করা হয় । সেই সময় জনতা গ্রামে মুসলিম বিরোধী স্লোগান দিয়ে মিছিলও করে। তবে কিছু সংবাদ মাধ্যমের দাবি,দলিত হিন্দু মেয়েটি এবং মুসলিম যুবক ফারজানর মধ্যে বন্ধুত্ব ছিল । তাই মেয়েটিকে অপহরণ নয়, বরঞ্চ নিজের ইচ্ছাতেই যুবকের সঙ্গে চলে গেছে ।।