এইদিন ওয়েবডেস্ক,সওয়াই মাধোপুর(রাজস্থান),২০ অক্টোবর : রাজস্থানের সওয়াই মাধোপুরে(Sawai Madhopur) এক হিন্দু ব্রাহ্মণ তরুণীকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগ উঠল স্থানীয় এক মুসলিম যুবকের । এদিকে অপহৃতা তরুণীকে দ্রুত মুসলিম যুবকের কবল থেকে মুক্ত করার দাবিতে থানার সামনে ধর্ণায় বসেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ ডঃ কিরোধি লাল মীনা । তাঁর সঙ্গে ছিল তরুনীর পরিবার ও সাংসদের সমর্থকরা ।
স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর,অপহরণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) । পারভেজ নামে এক মুসলিম যুবক ওই ব্রাহ্মণ তরুনীকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে । তরুনীর মা তাকে বাঁচাতে গেলে পারভেজ মেয়েটির কপালে বন্দুক রেখে তাকে হত্যার হুমকি দেয় । তারপর মেয়ের মা’কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তরুনীকে তুলে নিয়ে যায় । বিষয়টি ‘লাভ জিহাদ’-এর সঙ্গে সম্পর্কিত হতেও পারে বলে অনুমান করা হচ্ছে । ঘটনার পরে তরুনীর পরিবার থানার দ্বারস্থ হয় । কিন্তু পুলিশ অপহৃতা তরুনীকে উদ্ধার বা অপহরণকারী যুবককে গ্রেফতার করতে পারেনি ।
এদিকে খবর পেয়ে সাংসদ ডঃ কিরোধি লাল মীনা অপহৃতা তরুনীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । তারপর তিনি তাঁর সমর্থক ও তরুনীর বাবা-মাকে সঙ্গে নিয়ে থানার সামনে গিয়ে ধর্ণায় বসেন । সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন সাংসদ । ভিডিওতে দেখা গেছে সাংসদের সমর্থকরা শ্লোগান দিচ্ছেন,”জেলা প্রশাসন মুর্দাবাদ”,”পুলিশ প্রশাসন মুর্দাবাদ”,”লাভ জিহাদ বন্ধ করো” প্রভৃতি । এদিকে সাংসদকে বোঝানোর চেষ্টা করতে দেখা গেছে পুলিশকে ।
সাংসদ কিরোধি লাল মীনা ভিডিওর সঙ্গে টুইটারে লিখেছেন,’অশোক গেহলট সরকারে বোন এবং কন্যাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ ।সাওয়াই মাধোপুরে এক মুসলিম সম্প্রদায়ের যুবকের দ্বারা এক ব্রাহ্মণের মেয়েকে অপহরণের প্রতিবাদে থানার সামনে মেয়েটির পরিবারের সদস্যদের নিয়ে ধর্নায় বসে আছি । যতক্ষণ পর্যন্ত না মেয়েটি ও তার পরিবার বিচার না পায় ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলবে ।’ সাংসদ তাঁর টুইটে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পিএমও ইন্ডিয়া এবং বিজেপিকেও ট্যাগ করেছেন ।।